Posts

যুবভারতী কাণ্ডে শতদ্রুর পরে গ্রেফতার হলো আরো ২ জন

Image
  পু লিশের তদন্ত যত এগিয়ে চলেছে, ততোই সামনে আসছে সরকারি সম্পত্তি নষ্টের মূল প্রবক্তা কারা। সেই সূত্র ধরেই পুলিশের তদন্ত এগিয়ে চলেছে। আগেই শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার এই ঘটনা পুলিশের জালে আরও দু'জন। ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে এবং সৌরভ বসু। সোমবারই ধৃতদের হাজির করা হবে আদালতে। সূত্রের খবর, সল্টলেকে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ছ'জনকে নোটিস পাঠাতে চলেছে বিধাননগর পুলিশ। ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যাঁদের তলব করা হয়েছে, তাঁরা মেসির অনুষ্ঠানের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন।     উল্লেখ্য, কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় মেসির সফরের মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। রবিবার বিধাননগর মহকুমা আদালতে শতদ্রুকে তোলা হলে পুলিশের যুক্তি ছিল, যুবভারতীতে বিশৃঙ্খলার মূলে শতদ্রু ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত। তাঁদের হদিশ পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনিয়তা রয়েছে। এর পরেই তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজত...

রবিবার সন্ধ্যায় ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া

Image
এ এক অসাধারণ মুহুর্ত। দুই জগতের দুই বিশ্বশ্রেষ্ঠ তারকা যখন এক ফ্রেমে আসেন তখন সেই মুহুর্তকে তো 'অসাধারণ' বলতেই হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘গোট’। লিওনেল মেসি এবং শচীন তেণ্ডুলকর। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া। দুই কিংবদন্তি পৃথক মেরুর হলেও মুম্বই তাঁদের এক ফ্রেমে মিলিয়ে দিল। আর যা দেখে গোটা গ্যালারি মেসিমায়ায় গর্জে উঠল। সত্যিই, এমন দিন যে এর আগে ভারতীয় ক্রীড়া ইতিহাসে আগে কখনও আসেনি। রবিবার গোট কনসার্টের শুরুতে ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। সেখানে সুনীল ছেত্রী হেডে গোলও করেন। মেসিও পেনাল্টি নিলেন। নিখুঁত পেনাল্টি যখন জালে জড়াল, মেতে উঠল গ্যালারি।   এখানেই শেষ নয়। দর্শকদের জন্য রোমাঞ্চ তখনও বাকি ছিল। কারণ এরপর আর্জেন্তিনীয় রাজপুত্র। বলে শট নিলেন। বল সোজা চলে গেল দোতলার গ্যালারিতে। এরপর অনেকবার দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন কুড়ালেন। সেই সময় বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও। এর ঠিক পরেই মাঠে এলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। ওয়াংখেড়েতে ‘ক্রিকেট ঈশ্বর’কে দেখে আবারও ফেটে পড়ল গ্যালারি। ত...

যুবভারতী কান্ড - নিন্দায় সরব আর্জেন্টিনার সংবাদ মাধ্যম

Image
  বি শ্বের কাছে বাংলার মাথা কাটা গেছে। বিশ্বময় নিন্দার ঝড় উঠেছে। রবিবারই এই নিয়ে আমেরিকা, ইংল্যান্ডের পত্রিকায় সমালোচনা করা হয়েছে। এবার আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও যুবভারতী কাণ্ড প্রকাশিত হয়েছে। অর্থাৎ, মেসি-মারাদোনা দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। ক্লারিন তাদের শিরোনামে লিখেছে, ‘ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা।’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।’ উল্লেখ্য, মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়। কিন্তু সফরের প্রথম দিনই দর্শক ক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি।    আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র ২২ মিনিট থাকার পরই বিরক্তিতে যুবভারতী থেকে চলে যান। তাঁকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমী জনগণ। আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ক্লারিনে লেখা হয়েছে, ‘চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র ২২ মি...

মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসরা ভোটার তালিকা - কিভাবে বাড়ি বসেই দেখবেন আপনার নাম

Image
SIR নিয়ে দীর্ঘ বিতর্কের পরে এবার দ্বিতীয় পর্ব। মঙ্গলবার প্রকাশ পেতে চলেছে নতুন খসরা ভোটার তালিকা। কিভাবে আপনার নাম আপনি খুঁজবেন? জানালেন নির্বাচন কমিশন।   * কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে নাম? eci.gov.in বা ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যেতে পারেন। এই দুই ওয়েবসাইটেই খসড়া ভোটার তালিকা দেখতে পাবেন। এই দুই সাইটে গিয়ে আপনি নিজের নাম বা এপিক নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কি না। এটাই হল সহজ পদ্ধতি। * অ্যাপেও দেখা যাবে নাম আপনি চাইলে নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ইসিআই নেট অ্যাপটিও মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমেও একই নিয়মে নাম খুঁজে নিন। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।    এছাড়াও - ১) আপনি নিশ্চয়ই বিএলও-এর কাছেই ফর্মটা জমা দিয়েছেন। সেই বিএলও-এর সঙ্গেই এখন যোগাযোগ করুন। তাদের কাছে খসড়া ভোটার তালিকা দিয়ে রেখেছে কমিশন। তিনিই আপনাকে লিস্ট দেখে বলে দিতে পারবেন। ২) আপনার এলাকার রাজনৈতিক দলের কর্মীরা বিএলও হিসেবে কাজ করেছেন। তাদের কাছেও থাকবে খসড়া ভোটার লিস্ট। আপনি তাদের কাছ থেকেও লিস্ট দেখে নিতে পারবেন। ৩) কমিশনের সমস্ত রাজনৈতিক...

আজ কলকাতায় মেসির ঠাসা অনুষ্ঠান - চূড়ান্ত উন্মাদনা ভক্তদের মধ্যে

Image
শ নিবারের কলকাতায় একের পর এক ইভেন্টে অংশ নেবেন লিওনেল মেসি। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই শুরু হয়ে যাবে 'বিজি ডে'। তাঁর আজকের শিডিউল হল- ১. শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ পর্যন্ত গ্র্যান্ড মিট পর্ব চলবে মেসির ২. এরপর সকাল ১০.৩০ থেকে ১১.১৫ পর্যন্ত নিজের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি ৩. সকাল ১১.১৫ নাগাদ তিনি রওনা দেবেন যুবভারতীর দিকে ৪. সেখানে বেলা ১১.৩০ নাগাদ আসবেন শাহরুখ ৫. দুপুর ১২টায় সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৬. মাঠে উপস্থিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৭. দুপুর ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত ফ্রেন্ডলি ম্যাচ হবে    ৮.এই সময় সংবর্ধনা অনুষ্ঠানও হবে ৯. থাকবে আলাপচারিতা পর্ব ১০. তারপর দুপুর ২টোয় তিনি হায়দরাবাদ উড়ে যাবেন।     এই হল কলকাতায় মেসির কর্মসূচি। আর সামান্য এই কয়েক ঘণ্টার সফরেই তিনি বাংলাবাসীর জন্য রেখে যাবেন হাজার স্মৃতি। তার গোট ট্যুর অব ইন্ডিয়া, ফ্যানেদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

দার্জিলিংয়ের ঘুমস্টেশন এখন ইকো পার্ক

Image
এ ই শীতেই নতুন সাজে সেজে উঠছে ইকো পার্ক। খুলে যাচ্ছে বিনোদনের নতুন দিগন্ত। ইকো পার্কে বেড়াতে গেলে এবার মিলবে ভিস্তাডোম কোচে চড়ে ঘোরার নতুন অভিজ্ঞতা। কুয়াশাঘেরা শীতের সকালে রোদ মেখে বেড়ানো, এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে নিউটাউনের ইকো পার্কে তৈরি হয়েছে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের রেপ্লিকা। সেখান থেকেই ছাড়ছে ভিস্তাডোম কোচ-সহ টয় ট্রেন। বন্দে ভারত ট্রেনের মতো ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এমন সিটে বসে কাচের জানলার বাইরে প্রকৃতির রূপ উপভোগ করার সুযোগ মিলবে যাত্রীদের। শুধু প্রকৃতি নয়, ইকো পার্কের মধ্যে ছড়িয়ে থাকা বিশ্বের ‘সেভেন ওয়ান্ডার্স’-এর রেপ্লিকাও দেখা যাবে এই যাত্রায়। ইকো পার্ক বরাবরই বড়দিন ও বর্ষবরণে ভিড়ে উপচে পড়ে। পরিবার নিয়ে ঘুরে দেখার জন্য এখানে রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। বহুদিন ধরেই টয় ট্রেন চললেও, সেটি পাহাড়ি পথে চলা আসল টয় ট্রেন নয়। রেললাইন নয়, বরং রবারের চাকা-ওয়ালা গাড়ির মতো রাস্তা দিয়ে চলে এটি। আগেও এখানে এসি ও নন-এসি, দু’ধরনের টয় ট্রেন চালু ছিল। এবার HIDCO-র উদ্যোগে যুক্ত হল ভিস্তাডোম কোচের বিশেষ পরিষেবা। ইকো পার্কের ৩ নম্বর গেটের ভিতর তৈরি ঘুম স্টেশন...

“১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।” - এক্স হ্যান্ডেলে কিং খান

Image
অ বশেষে সেই মহার্ঘ ১৩ ডিসেম্বর। ভক্তদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। শহর তিলোত্তমা যখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, তখন এমন আবহেই বোমা ফাটালেন শাহরুখ খান। মেসির কলকাতা সফরের সঙ্গী হতে চলেছেন কিং খানও। অতঃপর একই মঞ্চে ফুটবলের ঈশ্বরের সঙ্গে বাদশার দর্শনপ্রাপ্তি যে তিলোত্তমাবাসীদের জন্য পরমপাওনা হতে চলেছে, তা বলাই বাহুল্য। ২ নভেম্বর, নিজের জন্মদিনেই খুব শিগগিরি কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তার দিন কয়েকের ব্যবধানে শোনা যায়, ১৩ তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন কিং খানও।   তখন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! যদিও সেসময়ে বিষয়টি আলোচনাস্তরে ছিল বলেই জানা যায়, তবে এবার জল্পনায় সিলমোহর বসালেন খোদ বলিউড বাদশা। ফিল্মি কায়দায় এক্স হ্যান্ডেলে কিং লেখেন, “এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না…, বরং দিনেই ‘মেসি রাইড’ হবে।” তবে বলিউড সুপারস্টারের শব্দের মারপ্যাঁচে ঘাবড়ে যাবেন না! কারণ সেই টুইটেই ধোঁয়াশা সরিয়ে শাহরুখের সংযোজন, “১৩ ডিসেম্বর সল্টলেক স্টে...