আজ কলকাতায় মেসির ঠাসা অনুষ্ঠান - চূড়ান্ত উন্মাদনা ভক্তদের মধ্যে
শনিবারের কলকাতায় একের পর এক ইভেন্টে অংশ নেবেন লিওনেল মেসি। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই শুরু হয়ে যাবে 'বিজি ডে'। তাঁর আজকের শিডিউল হল-
১. শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ পর্যন্ত গ্র্যান্ড মিট পর্ব চলবে মেসির
২. এরপর সকাল ১০.৩০ থেকে ১১.১৫ পর্যন্ত নিজের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি
৩. সকাল ১১.১৫ নাগাদ তিনি রওনা দেবেন যুবভারতীর দিকে
৪. সেখানে বেলা ১১.৩০ নাগাদ আসবেন শাহরুখ
৫. দুপুর ১২টায় সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও
৬. মাঠে উপস্থিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও
৭. দুপুর ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত ফ্রেন্ডলি ম্যাচ হবে
৮.এই সময় সংবর্ধনা অনুষ্ঠানও হবে
৯. থাকবে আলাপচারিতা পর্ব
১০. তারপর দুপুর ২টোয় তিনি হায়দরাবাদ উড়ে যাবেন।
এই হল কলকাতায় মেসির কর্মসূচি। আর সামান্য এই কয়েক ঘণ্টার সফরেই তিনি বাংলাবাসীর জন্য রেখে যাবেন হাজার স্মৃতি। তার গোট ট্যুর অব ইন্ডিয়া, ফ্যানেদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
Comments
Post a Comment