“১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।” - এক্স হ্যান্ডেলে কিং খান



বশেষে সেই মহার্ঘ ১৩ ডিসেম্বর। ভক্তদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। শহর তিলোত্তমা যখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, তখন এমন আবহেই বোমা ফাটালেন শাহরুখ খান। মেসির কলকাতা সফরের সঙ্গী হতে চলেছেন কিং খানও। অতঃপর একই মঞ্চে ফুটবলের ঈশ্বরের সঙ্গে বাদশার দর্শনপ্রাপ্তি যে তিলোত্তমাবাসীদের জন্য পরমপাওনা হতে চলেছে, তা বলাই বাহুল্য। ২ নভেম্বর, নিজের জন্মদিনেই খুব শিগগিরি কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তার দিন কয়েকের ব্যবধানে শোনা যায়, ১৩ তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন কিং খানও। 

 তখন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! যদিও সেসময়ে বিষয়টি আলোচনাস্তরে ছিল বলেই জানা যায়, তবে এবার জল্পনায় সিলমোহর বসালেন খোদ বলিউড বাদশা। ফিল্মি কায়দায় এক্স হ্যান্ডেলে কিং লেখেন, “এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না…, বরং দিনেই ‘মেসি রাইড’ হবে।” তবে বলিউড সুপারস্টারের শব্দের মারপ্যাঁচে ঘাবড়ে যাবেন না! কারণ সেই টুইটেই ধোঁয়াশা সরিয়ে শাহরুখের সংযোজন, “১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।” বাদশার এহেন বার্তা যেন গোটা বাংলার ফুটবলপ্রেমী এবং সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়াল। একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউডের সম্রাট’- দুই গ্লোবাল আইকনের উপস্থিতিতে শহরবাসী যে বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে, তা বলাই বাহুল্য।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস