বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস

                                   ফটো নিজস্ব 


আবির রঞ্জন দাস, বালুরঘাট :

          “বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস” এই বার্তা তুলে ধরতে রবিবার বালুরঘাটে এক অনন্য উদ্যোগ নিলেন শহরের কিছু পরিবেশ সচেতন মানুষ। শহরের একাংশে তারা পাকুর গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিলেন সাধারণ মানুষের মধ্যে। গাছ লাগিয়ে তারা বললেন, “গাছ লাগান, প্রাণ বাঁচান।” তাদের মতে, শুধু ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করলেই চলবে না। বরং বছরের প্রতিটি দিনেই সচেতন থাকতে হবে পরিবেশ নিয়ে। প্রকৃতি আমাদের যেভাবে রোজ নিঃস্বার্থভাবে কিছু না কিছু দিয়ে চলেছে, তেমনই আমাদেরও উচিত প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া। একজন অংশগ্রহণকারী পরিবেশপ্রেমী জানিয়েছেন, “দিনে একটা করে গাছ লাগালে বছরে ৩৬৫টি গাছ। এই ছোট উদ্যোগই ভবিষ্যতের সবুজ পৃথিবী গড়ার ভিত তৈরি করতে পারে।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই এই পরিবেশবন্ধুদের সঙ্গে গলা মিলিয়ে বলেছেন, এই ভাবনাই আজকের পৃথিবীর প্রয়োজন। শুধু গাছ লাগানো নয়, সেই সঙ্গে তার পরিচর্যাও জরুরি—এই বার্তাও তারা ছড়িয়ে দিয়েছেন। এই দিনটির মধ্যে দিয়ে একটাই বার্তা স্পষ্ট—পরিবেশ রক্ষায় ছোট ছোট পদক্ষেপও বড় প্রভাব ফেলতে পারে। প্রকৃতি আর প্রাণ দুটোরই অস্তিত্ব একে অপরের সঙ্গে জড়িয়ে। তাই এখনই সময়, “গাছ লাগান, প্রাণ বাঁচান” এই মন্ত্র মেনে আমাদের ভবিষ্যৎকে সবুজ ও সুস্থ করে তোলা। 




Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস