পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
পবিত্র জন্মাষ্টমীকে সামনে রেখে ১৬ই আগস্ট অর্থাৎ শনিবার ভগবান কৃষ্ণ এবং মহান যোগী পরমহংস যোগানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নদিয়ার পায়রাডাঙ্গার অগ্রণী চিত্রশিক্ষা কেন্দ্র 'অঙ্কনালয়' আয়োজন করল চিত্র প্রদর্শনী।
এদিন সন্ধ্যায় এই উপলক্ষে প্রথম পর্বে ছিল জলে পূর্ণ একটি মাটির পাত্রে অতিথিদের হাত দিয়ে গোলাপের পাপড়ি প্রদানের মধ্যে দিয়ে আয়োজনের নান্দনিক সূচনা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী পম্পা প্রধান, অভয় বন্দ্যোপাধ্যায়, পায়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস, রানাঘাট ২ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় বিশ্বাস, গবেষক সমরেশ সরকার, ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলের কর্ণধার প্রতীক বসু প্রমুখ। এছাড়াও অতিথির আসন অলংকৃত করেন পরমহংস যোগানন্দ পশ্চিমে যাওয়ার আগে যাঁর আশীর্বাদ গ্রহণ করেছিলেন - সেই লঘিমা সিদ্ধ যোগী - ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়।
অতিথিদের বক্তব্য পর্ব ছাড়াও ছিল সঙ্গীতে শ্রদ্ধাঞ্জলি। সঙ্গীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন দিশা দাস। মাউথ অর্গানে ছিলেন মানস চট্টোপাধ্যায়। এদিন একটি অসাধারণ উপস্থাপনায় অঙ্কিত চিত্র এবং মূর্তির মাধ্যমে ভগবান কৃষ্ণের জন্ম গ্রহণের মুহূর্তটি তুলে ধরা হয় এই চিত্র শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে।
সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ছিলেন অঙ্কনালয়ের কর্ণধার সৌমেন মজুমদার। সঞ্চালনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত।
এদিনের আয়োজন সম্পর্কে সৌমেন মজুমদার জানান, ‘চতুর্থ বার্ষিক এই প্রদর্শনীতে রয়েছে প্রায় চারশো জন ছাত্র-ছাত্রীর আঁকা ছবি। এই সম্পূর্ণ আয়োজন নিবেদিত ভগবান শ্রীকৃষ্ণ এবং পরমহংস যোগানন্দের উদ্দেশ্যে।’




Comments
Post a Comment