ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর জন্ম-দিবস পালন
ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের ত্যাগী শিষ্য, শ্রীশ্রীনগেন্দ্র মঠের প্রথম মোহন্ত ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর জন্ম দিবস সামনে রেখে রানাঘাট শঙ্খের পক্ষ থেকে রানাঘাট সুভাষ এভিনিউতে আয়োজিত হল স্মরণ-শ্রদ্ধার্পণ অনুষ্ঠান। স্মরণ-শ্রদ্ধার্পণ অনুষ্ঠান ছবি : নিজস্ব এদিন পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের বাণী পাঠের মধ্যে দিয়ে শুরু হয় স্মরণ-শ্রদ্ধার্পণ অনুষ্ঠান। বাণী পাঠ করেন সাগ্নিক বন্দ্যোপাধ্যায়।ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী প্রসঙ্গে বক্তব্য রাখেন দেবব্রত ভট্টাচার্য, প্রদীপ কুমার দে, মানস সরকার, শুভদীপ বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করেন কণকলতা হাজরা, রীতা সাহা। সঞ্চালনায় ছিলেন সুবোধ দেবনাথ। এ প্রসঙ্গে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় জানান, 'ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ ছিলেন মহর্ষি নগেন্দ্রনাথের ছায়া সঙ্গী। মহর্ষি নগেন্দ্রনাথের পরম্পরার যোগ-ভক্তি মার্গের এই সিদ্ধ সাধক হঠ যোগ সাধনায় সিদ্...