আজকের আবহাওয়া
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
নিম্নচাপ সরলেও এখনই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস সূত্রে জানা গেছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিচ্ছিন্ন বৃষ্টি হবে।
আজ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গী হতে পারে দমকা হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। এরপর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গই ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হলে সপ্তাহের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিr পরিমাণ বাড়তে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলোতে। বাকি জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা না বাড়লেও বা আপাতত তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও ভোগাচ্ছে আদ্রতাজনিত অস্বস্তি। ভ্যাপসা গরম ক্রমেই বাড়ছে। এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার থেকে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবি, সোম, মঙ্গল, বুধ এই চারদিন উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি রয়েছে। এছাড়াও বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

Comments
Post a Comment