অভিনেত্রী রূপালি ভট্টাচার্য সাতপাকে বাঁধা পড়লেন

                                           রূপালি ভট্টাচার্য 

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

বিনোদন জগতে আনন্দের খবর। আবার খুশির খবর। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য৷ ১২ জুলাই, শনিবার কলকাতাতেই বসেছিল বিয়ের আসর৷ বিয়ের পরই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য৷ ঝড়ের গতিতে অভিনেত্রীর বিয়ের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ অভিনেত্রীর সমস্ত ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷ কার গলায় মালা দিলেন অভিনেত্রী, দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে এদিন সাতপাকে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী৷ অভিনেত্রীর জাকজমক বিয়ের আসরে বসেছিল চাঁদের হাট৷

টেলি দুনিয়ার একাধিক ব্যক্তিত্বরা বিয়েতে উপস্থিত ছিলেন৷ রীতিমতো দাঁড়িয়ে থেকে অভিনেত্রীর বিয়ের নানা আচার-দায়িত্ব পালন করেছেন তারা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের নানা মুহূর্তে৷ প্রত্যেকেই নতুন জীবনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদেরকে৷ অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, গোলাপি বেনারসি, গা ভর্তি সোনার গয়না,চন্দনের সাজ, শোলার মুকুটে পুরো বাঙালি নববধূর বেশে ধরা দিয়েছিলেন৷ অভিনেত্রীর বর দেবাঙ্ক সাদা ধুতি ও মেরুণ পাঞ্জাবি পরেছিলেন৷



Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস