ভাদুড়ী মহাশয় - পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের বাণী

 মহর্ষি নগেন্দ্রনাথ

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

"সাধারণ অজ্ঞানান্ধ মানুষ আহারাদি পেলে আর কিছু চায় না, তদতিরিক্ত আর কিছু প্রাপ্য বা লভ্য আছে—এ বুদ্ধি তার জাগে না কিন্তু যাঁরা জন্ম-জন্মান্তরের সুকৃতির বলে ঐগুলি নিয়ে কাল কাটান মানবজীবনের লক্ষ্য নয়, আরও কিছু প্রাপ্য বা লভ্য আছে বোঝেন তাঁরা ঋষিবাক্য—“উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান্ নিবোধত।”

ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্যয়া দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি।

বেদাঽমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ।।

‘তমেব বিদিত্বাঽতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতেঽয়নায়।' [ওঠ, জাগ, তোমাদের প্রাপ্য সম্বন্ধে সজাগ হও। সে পথ খুব সহজ নয়, বড়ই দুর্গম, ঘুমিয়ে থাকলে আলস্যপরায়ণ হলে, সে পথ পার হওয়া যাবে না, তার জন্য প্রাণপাত যত্ন করতে হবে, আর দেরী করো না, এখনই পথে বেরিয়ে পড়। যদি বল এত তাড়া কিসের? এক সময়ে করলে তো হবে ! আর যা বলছেন, তা কি কখনও হয়? তা কি কেউ পেয়েছে? ঋষি তারস্বরে বলছেন— হ্যাঁ ! হ্যাঁ! আমি জেনেছি, সেই মহাপুরুষকে আমি পেয়েছি; আমি বুঝেছি; তাঁকে পেলে জন্ম-জরা-মরণের পারে যাওয়া যায়, তাঁকে না জানতে পারলে আর কোনও রূপে জন্ম, জরা, মরণের পারে যাওয়া যায় না। সুতরাং ওঠ, জাগ আর ঘুমিও না, আর দেরী কোরো না।] শুনে কালবিলম্ব না করে পথে বেরিয়ে পড়েন। আত্মজ্ঞান লাভের পথে, ভগবদ্দর্শনের পথে অগ্রসর হন, পিছুটান কেটে ফেলেন, কাম-ক্রোধ-লোভ-মোহাদির কবল থেকে মুক্ত হয়ে তাদের গুণরাজি সত্ত্বরজস্তম-কে অতিক্রম করে পরম নিঃশ্রেয়সের পথে ধাবিত হন।"


-------------

সনাতন ধর্ম প্রচারিনী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন - কলকাতা থেকে প্রকাশিত, শ্রীশ্রীনগেন্দ্র-উপদেশামৃত (দ্বিতীয় খণ্ড) থেকে সংগৃহীত।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস