Posts

Showing posts from August, 2023

মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আগলি বার ৪০০ পার

Image
জলপাইগুড়ি, সায়ন সেন: আই এন ডি আই এ লিখলেই দেশ ভক্ত হয়ে যায় না, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদীন রাও ইন্ডিয়ান লেখেন। আগামী লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে চারশ আসন পার করবে দল। বৃহষ্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে ধুপগুড়ি উপ নির্বাচনের পুলিশ এবং  সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী।  সার্কিট হাউসে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, কৌশিক চন্দ্র নামের এক রাজ্য সরকারী আধিকারিক এবং বানারহাট থানার ওসিকে ধুপগুড়ি উপ নির্বাচন থেকে সরিয়ে রাখার আবেদন রাখেন।

শিক্ষকতার জাতীয় সম্মান পেতে চলেছেন হাওড়ার শিক্ষক ডঃ চন্দন মিশ্র।

Image
হাওড়া: ২০২৩ সালের ‘জাতীয় শিক্ষক সন্মান’ রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন  নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক চন্দন মিশ্র। দিল্লির রাষ্ট্রপতি ভবনে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন। সারা দেশ থেকে বাছাই করা ৫০ জন শিক্ষকদের যে চূড়ান্ত তালিকা মনোনীত করা হয় তাদের মধ্যে কুড়ি নম্বর স্থানে রয়েছেন হাওড়ার এই শিক্ষক। চন্দন বাবু জানান, আগামী ৩রা সেপ্টেম্বর আমাকে রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি আমার হতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন। জাতীয় শিক্ষকের সন্মান পাওয়াতে স্বভাবতই খুশির হাওড়া রঘুনাথপুর নফর একাডেমি স্কুলে। একইভাবে আপ্লুত চন্দন মিশ্র বলেন, ‘ ২২ বছর আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছি। ২০২২ সালে রাজ্য সরকার আমাকে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করেন। এবার জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত।’ আদতে উত্তর ২৪ পরগনার বরানগরের বাসিন্দা চন্দনবাবু তার শিক্ষকতার জীবন শুরু ২০০১ সাল থেকে। প্রথম প্রায় চার বছর শিক্ষকতা করেন কলকাতার খিদিরপুর একাডেমি স্কুলে। সেখান থেকে বদলি হয়ে গ্রামীণ হাওড়ার বাগনান কুলগাছিয়ার কাম...

বিবাহ বহির্ভূত সম্পর্কে স্ত্রীর হাতে খুন স্বামী

Image
মালদাঃ স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল।স্বামী প্রতিবাদ করতে গিয়েই স্ত্রীর হাতে খুন হতে হল তাঁকে।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় মালদহের পুখুরিয়া থানার সম্বলপুর রামচন্দ্রপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামীর নাম হাসান আলী। বয়স ২২ বছর।ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুখুরিয়া থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বিকেল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সন্ধ্যাবেলা বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন হাসান আলী মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশীদের অনুমান স্ত্রী স্বামীকে খুন করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুখুরিয়া থানার পুলিশ।এরপর অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মৃত হাসান আলীর মাসি শেফালী বিবি বলেন ‘আমাকে খবর দেওয়া হয় হাসান আলী মারা গেছে।আমি তড়িঘড়ি দিদির বাড়িতে আসি।এসে দেখি হাসান মৃত অবস্থায় পড়ে রয়েছে। পাশে বসে রয়েছে দিদি।আমার বিশ্বাস ঐ তার স্বামীকে মেরেছ...

হরিশ্চন্দ্রপুরে দলীয় মিটিংয়ে তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল,ধস্তাধস্তি

Image
হরিশ্চন্দ্রপুর : পঞ্চায়েত ভোটের পরেই দলীয় বৈঠকে অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। মিটিংয়েই ধস্তাধস্তি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব।এই নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁচল বিধানসভার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা কালীবাড়ি এলাকায় তৃনমূলের দলীয় মিটিংয়ে।জানা গেছে,পঞ্চায়েত ভোটে হরিশ্চন্দ্রপুর-১(বি)ব্লকের তুলসীহাটা, কুশিদা,রশিদাবাদ ও বরুই চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত তৃনমূলের ছাতছাড়া হয়ে পড়েছে। ব্লক সভাপতি মানিক দাস টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট দিয়েছিলেন বলেই এই ভরাডুবি বলে অভিযোগ দলের একাংশের।সভাপতি মানিক দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন তৃনমূলের একাংশ।একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বারবার কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূলের একাংশ।এই নিয়ে এদিন ওই চারটি গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের পঞ্চায়েত মেম্বার ও তৃণমূল কর্মীদের নিয়ে দলীয় বৈঠক ডেকে ছিলেন ওই চারটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতিরা।মিটিং চলাকালীন বরুই গ্র...

সমবায় দপ্তরের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন।

Image
  সমবায় দপ্তরের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন। বালুরঘাট, আবির রঞ্জন দাস:  জেলায় তৈরি হওয়া রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো সমবায় দপ্তর। সেই লক্ষ্যেই  মঙ্গলবার সকালে বালুরঘাট বিডিও অফিসে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমবায় দপ্তরের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে রক্ত দাতাদের উৎসাহিত  করতে বালুরঘাটের বিডিও সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জানাগেছে, এদিন এই রক্তদান শিবিরটির সহযোগিতা করে দক্ষিণ দিনাজপুর জেলা ব্লাড ডোনার্স ফোরাম।

দত্তপুকুর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তোপ নওসাদের।

Image
  হাওড়া: মঙ্গলবার হাওড়ার ডোমজুড় এলাকার নয়াবাজে একটি রক্তদান শিবিরে এসে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দাগেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি পুলিশ তোলা একা নেয় না, সেই টাকার ভাগ মন্ত্রীদের কাছেও গিয়েছে। আর কোপটা কিন্তু পুলিশের উপরে কোপ পড়লো। মন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী সাইডে রেখে দিল। মুখ্যমন্ত্রী ব্যর্থ, সে পুলিশকে সঠিক নির্দেশনা দিতে পারছে না। শুধু থানার সংখ্যা বাড়িয়ে সমস্যা মিটবে না। পুলিশের সংখ্যাও বাড়াতে হবে। দেড় লাখের উপরে পুলিশে শূন্য পদ রয়েছে। পুলিশ তোলা তোলার কারণে তাদের নাকের ডগার সামনেই এই জিনিষগুলো ঘটে। পুলিশ কিছু বলে না। আর কাউকে গ্রেফতার করলেই পুলিশের কাছে ফোন চলে যায়, ওটা আমার ছেলে বলে। তাই পুলিশও অতিষ্ট হয়ে টাকা নিয়েই কাজ করছে। নওসাদ আরও অভিযোগ করে বলেন, ‘ এই ঘটনার সঙ্গে শুধু নেতা নয়, মন্ত্রীরাও জড়িয়ে আছে। এনআইএ তদন্ত হলে কোথা থেকে কত টাকা যেত সব বেরিয়ে আসবে। ‘ এছাড়াও রাজ্যপাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কড়া ভাষাতে নিন্দা করে নওসাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্য সংযত হওয়া উচিৎ এতে বাইরের রাজ্য তথা ...

রাজ্য সমবায় দফতরের বিরুদ্ধে ফের যাত্রীদের জীবন নিয়ে খেলা ও আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হাওড়া বিজেপি।

Image
  রাজ্য সমবায় দফতরের বিরুদ্ধে ফের যাত্রীদের জীবন নিয়ে খেলা ও আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হাওড়া বিজেপি।  হাওড়া: ‘হুগলি নদী জলপথ পরিবহন’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনলো বিজেপি। মঙ্গলবার হাওড়া সদর বিজেপির দফতরে সাংবাদিক সম্মেলন করে সংস্থার বিরুদ্ধে যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা দেওয়া সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রাই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে বলেন,‘ হুগলি নদী জলপথ পরিবহন সমিতি মানুষের জীবন নিয়ে খেলা করছে। সংস্থার ২৬ টি ভেসেলের মধ্যে ৬ টি ভেসেল সম্পূর্ণভাবে যাত্রী পরিষেবার জন্য অযোগ্য অবস্থাতে রয়েছে। এগুলো বাতিল হওয়ার কথা তবু পরিষেবাতে ব্যবহার করা হচ্ছে। বাকি ৯ টি ভেসেলের ফিটনেস সার্টিফিকেট অব্দি নেই। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর ভেসেলের সার্ভে করার নিয়ম। যদিও এই সংস্থা তা করাচ্ছে না। ভেসেলের এই অবস্থা হওয়া সত্ত্বেও ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে, এতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওই সাংবাদিক সম্মেলন থেকে আরও একাধিক দুর...

ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা

Image
 মুর্শিদাবাদ  মালদা :----ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনে পাশে ঢুকে গেলো একটি মালবাহী ট্রাক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরেই ব্যারেজে যান চলাচল বন্ধ রয়েছে। রেল সুত্রে জানাযায়, একটি অ্যাম্বুলেন্স একটি লরি মালদার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ফরাক্কা ব্যারেজের মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর লরিটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। তারপর লরিটি ফরাক্কা ব্যারেজের রেলিং গার্ড ধাক্কা মারে। তখন তিস্তা তোর্সা এক্সপ্রেস মালদা থেকে নিই ফরাক্কা স্টেশন আসছিল। এবং সেই সময় রেলিং গার্ড তিস্তা তোর্সা এক্সপ্রেস মেসেঞ্জার গায়ে লেগে জখম হয় দুই যাত্রী বলে জানাযায়। ফলে দুর্ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বড়সড় দুর্ঘটনারর হাত থেকে আপাতত রক্ষা মিলেছে। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে ট্রেনটি। ফরাক্কা ব্যারেজে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়  সিআইএসএফ জওয়ান ও পুলিস প্রশাসন । উল্লে...

নদিয়ার রানাঘাটে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড শোরুমে ঘটল দুঃসাহসিক ডাকাতি

Image
  নদিয়ার রানাঘাটে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড শোরুমে ঘটল দুঃসাহসিক ডাকাতি রানাঘাট, পিয়ালী বোস:আজ দুপুরে নদিয়ার রানাঘাটে ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে রানাঘাট চাবি গেটের সামনে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড শোরুমে। ৭-৮ জন দুষ্কৃতী আগ্নেয়াস্তসহ শোরুমের ভেতরের ঢুকে লুটপাট করেন। এমনকি সেখানে উপস্থিত সিকিউরিটি গার্ডের উপরও চড়াও হয় তারা। ঘটনার খবর পেয়ে দশ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। শোরুম থেকে নব্বই শতাংশ সামগ্রী লুট করেছে তারা। দুষ্কৃতীরা পালানোর সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়। ঘটনাস্থলে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রশিদ মুনির খান বলেন, “শোরুমের প্রথম তলায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে এক গার্ড রানাঘাট থানার আইসিকে ফোন করেন। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে দুজন সাব-ইন্সপেক্টর ও দুজন এএসআই সেখানে পৌঁছে যান। অভিযুক্তরা পুলিশ যাওয়ার ব্যাপার বুঝতে পেরে পুলিশের উপর গুলি চালাতে থাকে। নিজের আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালায়। পুলিশের গুলিতে দুজন অভিযুক্তের একজনের হাঁটুতে এবং একজনের পায়ে লাগে। এছাড়াও আরও দ...

জাতীয় সড়কের ধারে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার

Image
  মালদা:--জাতীয় সড়কের ধারে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। মহিলার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হল ধোঁয়াশা।এদিন হঠাৎ ওই এলাকায়  কয়এক জন ব্যাক্তি এদিন হঠাৎ এক মহিলাকে নয়নজুলিতে পরে থাকতে দেখে চ্যাঞ্চল ছড়াই তরিঘরি খবর দেওয়া হয় মালদা থানায়া খবর পেয়ে ছুটে আসে পুলিশ মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই মহিলার এখন নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কল্যাণীর শহীদপল্লীর বাজি গোডাউনে পুলিশের তল্লাশি

Image
  কল্যাণীর শহীদপল্লীর বাজি গোডাউনে পুলিশের তল্লাশি বারাসাতের দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর তৎপর হল কল্যাণী থানার পুলিশ। ডিএসপির নেতৃত্বে আজ কল্যাণীর শহীদপল্লী এলাকায় বেশ কয়েকটি বাজি গোডাউনে তল্লাশি চালায় পুলিশ। গোডাউনে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করেন। বাজিগুলিকে বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনে মাঝেমধ্যেই এই বাজি উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

চতুর্থ রাজ্য তাইকন্ড প্রতিযোগিতায় মালদা জেলার জয়জয়কার।

Image
  মালদা-চতুর্থ রাজ্য তাইকন্ড প্রতিযোগিতায় মালদা জেলার জয়জয়কার। স্বর্ণ পদকের সঙ্গে রুপা ও ব্রোঞ্জ পদকও ছিনিয়ে নিয়ে আসে প্রতিযোগীরা। স্বর্ণ প্রাপকদের মধ্যে রয়েছেন  ওল্ড মালদা থানার সিভিক ভলেন্টিয়ার উমা সরকার ও গাজোলের হাতিমারি হইস্কুলের শিক্ষিকা অনামিকা টুডু রূপা পদক জিতে  জেলার নাম উজ্জ্বল করেছেন। এই ছাড়াও স্বর্ণ পদক যারা পেয়েছে তারা অনির্বাণ সিনহা, যুবরাজ হালদার, সান্নিধি সরকার,অর্চিষ্মান দাস( বৈষ্ণবনগর) প্রনশ্রি সাহা (উওরদিনাজপুর) , সুভাষ বিশ্রা (গাজোল)।  কোচ রামাসিস দাস জানান, শিক্ষার্থীদের সাফল্যে আমি খুব খুশি। ওরা জেলার মুখ উজ্জ্বল করেছে। ২৯ জনের মধ্যে ১৪ জন সোনা, ৯ জন রুপা এবং বাকিরা ব্রোঞ্জ পেয়েছে।

আবারো শ্রমিকের মৃত্যু আসামের জোরহাটি এলাকায়

Image
  মালদা:---আবারো শ্রমিকের মৃত্যু আসামের জোরহাটি এলাকায়  কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়।এনায়েতপুরের এক পরিযায়ী শ্রমিক।পরিবার সুত্রে জানা গেছে আনুমানিক গত দু'মাস আগে শফিকুল মমিনের ছেলে ছোটু মমিন কাজ করতে গিয়েছিল আসামে জোরজলহাটি এলাকায়। সেখানে টাওয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় যায় বলে দাবি পরিবারের।ছোটু মমিন নঘরিয়া এলাকায় বসবাস থাকতেন।পরিবারের অভিযোগ এলাকায় কোন কাজ না থাকাই বাইরে কাজ করতে যেতে হয়েছিল ছোটু  মোমিনকে। ছোটু মমিনের বয়স আনুমানিক ২১ বছর।