মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আগলি বার ৪০০ পার
জলপাইগুড়ি, সায়ন সেন: আই এন ডি আই এ লিখলেই দেশ ভক্ত হয়ে যায় না, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদীন রাও ইন্ডিয়ান লেখেন। আগামী লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে চারশ আসন পার করবে দল। বৃহষ্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে ধুপগুড়ি উপ নির্বাচনের পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। সার্কিট হাউসে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, কৌশিক চন্দ্র নামের এক রাজ্য সরকারী আধিকারিক এবং বানারহাট থানার ওসিকে ধুপগুড়ি উপ নির্বাচন থেকে সরিয়ে রাখার আবেদন রাখেন।