চতুর্থ রাজ্য তাইকন্ড প্রতিযোগিতায় মালদা জেলার জয়জয়কার।

 


মালদা-চতুর্থ রাজ্য তাইকন্ড প্রতিযোগিতায় মালদা জেলার জয়জয়কার। স্বর্ণ পদকের সঙ্গে রুপা ও ব্রোঞ্জ পদকও ছিনিয়ে নিয়ে আসে প্রতিযোগীরা। স্বর্ণ প্রাপকদের মধ্যে রয়েছেন 

ওল্ড মালদা থানার সিভিক ভলেন্টিয়ার উমা সরকার ও গাজোলের হাতিমারি হইস্কুলের শিক্ষিকা অনামিকা টুডু রূপা পদক জিতে  জেলার নাম উজ্জ্বল করেছেন। এই ছাড়াও

স্বর্ণ পদক যারা পেয়েছে তারা অনির্বাণ সিনহা, যুবরাজ হালদার, সান্নিধি সরকার,অর্চিষ্মান দাস( বৈষ্ণবনগর) প্রনশ্রি সাহা (উওরদিনাজপুর) , সুভাষ বিশ্রা (গাজোল)।  কোচ রামাসিস দাস জানান, শিক্ষার্থীদের সাফল্যে আমি খুব খুশি। ওরা জেলার মুখ উজ্জ্বল করেছে। ২৯ জনের মধ্যে ১৪ জন সোনা, ৯ জন রুপা এবং বাকিরা ব্রোঞ্জ পেয়েছে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস