বিবাহ বহির্ভূত সম্পর্কে স্ত্রীর হাতে খুন স্বামী









মালদাঃ স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল।স্বামী প্রতিবাদ করতে গিয়েই স্ত্রীর হাতে খুন হতে হল তাঁকে।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় মালদহের পুখুরিয়া থানার সম্বলপুর রামচন্দ্রপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামীর নাম হাসান আলী। বয়স ২২ বছর।ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুখুরিয়া থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বিকেল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সন্ধ্যাবেলা বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন হাসান আলী মৃত অবস্থায় পড়ে রয়েছে।

প্রতিবেশীদের অনুমান স্ত্রী স্বামীকে খুন করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুখুরিয়া থানার পুলিশ।এরপর অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মৃত হাসান আলীর মাসি শেফালী বিবি বলেন ‘আমাকে খবর দেওয়া হয় হাসান আলী মারা গেছে।আমি তড়িঘড়ি দিদির বাড়িতে আসি।এসে দেখি হাসান মৃত অবস্থায় পড়ে রয়েছে। পাশে বসে রয়েছে দিদি।আমার বিশ্বাস ঐ তার স্বামীকে মেরেছে।স্থানীয় বাসিন্দা আনারুল হক জানান, অভিযুক্ত মহিলাটির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।এই নিয়ে চারদিন আগে গ্রামে সালিশি সভা হয়।এরপর এরকম যে একটা ঘটনা ঘটে যাবে তা আমরা কল্পনা করতে পারিনি।তাদের ছয় বছরের ছেলে ইনজামাম নিজেই পুলিশকে জানিয়েছে তার মা তার বাবাকে খুন করেছে। 

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস