কল্যাণীর শহীদপল্লীর বাজি গোডাউনে পুলিশের তল্লাশি






 



কল্যাণীর শহীদপল্লীর বাজি গোডাউনে পুলিশের তল্লাশি


বারাসাতের দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর তৎপর হল কল্যাণী থানার পুলিশ। ডিএসপির নেতৃত্বে আজ কল্যাণীর শহীদপল্লী এলাকায় বেশ কয়েকটি বাজি গোডাউনে তল্লাশি চালায় পুলিশ। গোডাউনে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করেন। বাজিগুলিকে বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনে মাঝেমধ্যেই এই বাজি উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস