দত্তপুকুর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তোপ নওসাদের।
হাওড়া: মঙ্গলবার হাওড়ার ডোমজুড় এলাকার নয়াবাজে একটি রক্তদান শিবিরে এসে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দাগেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি পুলিশ তোলা একা নেয় না, সেই টাকার ভাগ মন্ত্রীদের কাছেও গিয়েছে। আর কোপটা কিন্তু পুলিশের উপরে কোপ পড়লো। মন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী সাইডে রেখে দিল। মুখ্যমন্ত্রী ব্যর্থ, সে পুলিশকে সঠিক নির্দেশনা দিতে পারছে না। শুধু থানার সংখ্যা বাড়িয়ে সমস্যা মিটবে না। পুলিশের সংখ্যাও বাড়াতে হবে। দেড় লাখের উপরে পুলিশে শূন্য পদ রয়েছে। পুলিশ তোলা তোলার কারণে তাদের নাকের ডগার সামনেই এই জিনিষগুলো ঘটে। পুলিশ কিছু বলে না। আর কাউকে গ্রেফতার করলেই পুলিশের কাছে ফোন চলে যায়, ওটা আমার ছেলে বলে। তাই পুলিশও অতিষ্ট হয়ে টাকা নিয়েই কাজ করছে। নওসাদ আরও অভিযোগ করে বলেন, ‘ এই ঘটনার সঙ্গে শুধু নেতা নয়, মন্ত্রীরাও জড়িয়ে আছে। এনআইএ তদন্ত হলে কোথা থেকে কত টাকা যেত সব বেরিয়ে আসবে। ‘ এছাড়াও রাজ্যপাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কড়া ভাষাতে নিন্দা করে নওসাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্য সংযত হওয়া উচিৎ এতে বাইরের রাজ্য তথা দেশের কাছে এই রাজ্যের ভাবমূর্তি বজায় থাকে।’
এছাড়াও মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা প্রকাশের ঘটনায় নওসাদ বলেন, ‘যদি কোনও ভুল কাজ না করে থাকেন তাহলে বুক ফুলিয়ে যাবেন, আবার বুক ফুলিয়ে আসবেন। গতকাল আমাকেও সিআইডি ডেকেছিল। গেছিলাম, আবার ডাকলে যাবো। আর অভিষেক বলেছেন তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমান হলে তিনি শহীদ মিনারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। তাহলে মমতা বন্দোপাধ্যায় এত চিন্তিত কেনো।’
দেশের আইন ব্যবস্থা শক্তিশালী ও প্রমানের উপরে চলে বলেই নওসাদ মন্তব্য করেন।

Comments
Post a Comment