হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকা ও ১৩ কেজি রুপো
হাওড়া: হাওড়া স্টেশন থেকে কর্মরত আরপিএফ আধিকারিকরা ৩০ লক্ষ নগদ টাকা ও ১৩ কেজি রুপোসহ এক ব্যক্তিকে আটক করেন। সূত্র মারফত জানা যাচ্ছে, ধানবাদের বাসিন্দা ওই ব্যক্তি কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের রুপো ও টাকা নিয়ে আসেন। কিন্তু তাকে আরপিএফ আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে আরপিএফ আধিকারিকরা তাকে আটক করে আইনিগত ব্যবস্থা নেওয়ার জন্য এজেন্সিকে খবর দেন।

Comments
Post a Comment