শতবর্ষের অধিক পুরনো দুটি কামানের গোলা উদ্ধার
হাওড়া: স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস খুঁজতে গিয়ে শিবপুর থানা থেকে উদ্ধার হল শত বর্ষের অধিক পুরান দুটি কামানের গোলা। অতীতকালের দুটি কামানের গোলা সংরক্ষণের জন্য রাজ্য বিচারব্যবস্থা সংরক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ঠিকানার হদিস করতে গিয়ে এই দুটি কামানের গোলা উদ্ধার হয় বলেই জানা যাচ্ছে।
কয়েকমাস আগে রাজ্য সরকারের এই সংস্থার পক্ষ থেকে হাওড়ার শিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে ওই স্বাধীনতা সংগ্রামীর হদিস পাওয়ার জন্য যোগাযোগ করা হয়। যদিও প্রাপ্ত সূত্র অনুযায়ী শিবপুরের ওই স্থানে পুরাতন বাড়ি সব ভেঙে উড়ালপুল,বহুতল তৈরি হয়ে এলাকার নকশাই বদলে গেছে বলেই জানতে পারা যায়। ওই ঘটনার সূত্রেই থানার আধিকারিক সংস্থার মহা পরিপালক ও ন্যাসপাল পশ্চিমবঙ্গ বিপ্লব রায় বলেন, ‘আমরা এক স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস খুঁজতে এসে শিবপুর থানার মধ্যে কলের জলের লাইন তৈরির সময় এই গোলা দুটি উদ্ধারের কথা জানতে পারি। এরপর এই দুটিকে রাজ্য বিচারব্যবস্থা সংরক্ষণাগার ও গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়ার আবেদন করি। শিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এক সিদ্ধান্ত নিতে অপরাগ হওয়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আজকে আমরা এই দুটিকে কলকাতাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেনা ও কামান বিশেষজ্ঞদের পরীক্ষা করিয়ে এর সম্পুর্ন ইতিহাস জানার চেষ্টা করবো। শিবপুর থানা থেকে উদ্ধার হয়েছিল এই দুটো গোলা সোটাও আমরা সংরক্ষণাগারের লিখিত ইতিহাসে লিপিবদ্ধ করবো।’
সূত্রের খবর, এই দুটি গোলা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে। এর একটিতে ১৮০০ দশকের সাল উল্লেখ থাকলেও আরেকটাকে পরিষ্কার করে বাকি বৃত্তান্ত জানা সম্ভব বলেই মনে করা হচ্ছে।

Comments
Post a Comment