জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে ধিক্কার হাওড়ায় হকার উচ্ছেদের ২৫ জনকে গ্রেফতারের ঘটনায়









হাওড়া: হাওড়া স্টেশনে প্রতিবাদী হকারদের উপর গতকাল আরপিএফের লাঠিচার্জের ঘটনার পর আরপিএফ ঘটনাস্থল থেকে হকার সহ ২ জন যাত্রীকেও গ্রেফতার করে। মোট ২৫ জনকে গ্রেফতার করা হয় শনিবারের ঘটনায়। ওই ঘটনা সম্পর্কে জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে এদিন তীব্র ধিক্কার জানানো হয়। তাদের অভিযোগ, রেলের হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। রেলের হকারিতে বাধা দেওয়া হচ্ছে। তাদের জোর করে দোকান তুলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তারা আন্দোলন করছেন। শনিবার তাদের হাওড়া স্টেশনে ডাকা হয়েছিল আলোচনায় বসার জন্য। মীমাংসা করার জন্য। কিন্তু আলোচনার নামে তাদের ডেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে তাদের লাঠিচার্জ করে মারধর করা হয়েছে। 


জাতীয় বাংলা সম্মেলনের তরফে সিদ্ধব্রত দাস বলেন, ‘রেল আমাদের দোকান তুলে ফেলে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি। আমরা যদি প্রতিবাদ না করতাম তাহলে লাঠিচার্জ হতোনা। প্রশাসনের তরফ থেকে শনিবার আমাদের হাওড়ায় আলোচনায় বসার জন্য ডাকা হয়েছিল। মীমাংসা করার জন্য আমাদের ডাকা হয়েছিল। আমি হাওড়ায় সেইজন্যই আসছিলাম। আসলে আমাদের ডাকা হয়েছিল মারার জন্য। ওরা আসলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের উচ্ছেদ করার জন্য একটা ভয়ংকর খেলা শুরু হয়েছে। এর বিরুদ্ধে আমরা কথা বলছি। যা তাদের অনেক হিসেব নিকেশের অসুবিধা করে দিচ্ছে। রেল প্রশাসন হাওড়া স্টেশন চত্বর থেকে তাদের লোক মারফত লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করে। রেল লাইনে চোলাই মদের ঠেক চলে। যার টাকা রেলের এই আরপিএফের ঘরে ঢোকে। সাট্টার ঠেকের টাকাও ঢোকে। আমাদের আন্দোলন তাদের এই হিসেবে হাত মেরে দিচ্ছে। সেইজন্য বাবুদের ঘুম চলে গেছে। নির্মমভাবে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের তুলে নিয়ে গিয়ে লক আপে মারধর করেছে। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই তা প্রমাণ হয়ে যাবে।’


বাংলার মাটিতে এরা দাদাগিরি দেখাচ্ছে। খেটে খাওয়া হকারদের পেটে লাথি মেরে আজকে তুলে দেওয়া হচ্ছে। বাইরের রাজ্য থেকে লোক এনে এখানে দোকান পাইয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন একটা টেন্ডারও কি আমাদের এখানের কেউ পায়না? হকার সব বাঙালি। আর দোকানদার সব অবাঙালি এটা হবে কেন? ওদের উদ্দেশ্য এখানকার মানুষদের ভেঙেচুরে উচ্ছেদ করার। আইআরসিটিসি-এর সব টেন্ডার বাইরের লোক এসে নিয়ে চলে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস