শাসক দল ও মন্ডল সভাপতির মধ্যে চলছে এগোনো ও পিছনোর লড়াই






জলপাইগুড়ি: তৃতীয় রাউন্ডের গননা শেষে। বিজেপি প্রার্থী তাপসী রায়কে পেছনে ফেলে ১১১৯ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এখন তৃণমূল পেয়েছে ১১৭৩৯ ও বিজেপি পেয়েছে ১০৬২০। এরপর চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসে  ৩৯,০৯৬ ও বিজেপি ৩৮,৭৩৬। ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস