রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ

 



মালদা: সাত সকালে ভালুকা রাজ্য সড়কে বাইকে বাইকে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ গেল এক মাখনা শ্রমিকের। গুরুতর আহত একজন। মৃত যুবকের নাম নিবারণ মহলদার বয়স ১৯। আহত যুবক হলেন ঘন্টু মহলদার। আহত যুবককে গুরুতর অবস্থায় চাচোল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। পেশায় দুজনেই মাখনা শ্রমিক বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে ভালুকা এলাকার সেভেন্টি মোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল বেলায় তালসুরের দিক থেকে নিবারণ মহালদার এবং ঘন্টু মহালদার বাইকে চেপে গোবরা হাটের দিকে যাচ্ছিলেন। সেভেনটি মোড়ের কাছে এসে রাস্তার উপরে থাকা একটি মহিষকে পাস কাটাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় উল্টো দিক থেকে আরেকটি মোটরসাইকেল আসছিল দ্রুত গতিতে। সেই মোটরসাইকেল সজোরে গিয়ে নিবারণ বাবুদের মোটরসাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিবারণ মহলদারের। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন ঘন্টু হালদার। এরপরই স্থানীয়দের তৎপরতায় আহত ঘন্টুকে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দুর্ঘটনার পরে ঘাতক মোটরসাইকেলটি দ্রুত বেগে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘাতক মোটর সাইকেলের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস