ইডির তলবের প্রসঙ্গে অভিষেককে তোপ শুভেন্দুর।







 হাওড়া: রবিবার সন্ধ্যাতে হাওড়ার আন্দুল এলাকার দানেশ শেখ লেনের দলীয় সভাতে উপস্থিত হয়ে অভিষেক বন্দোপাধ্যাযের টুইট বার্তার বিরুদ্ধে তোপ দাগেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, ‘অভিষেক বন্দোপাধ্যায় কোনো আলালের দুলার নন, উনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যাযের কাছে, রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে,তৃণমূলের কোম্পানির কর্মচারীদের কাছে কেউকেটা হতে পারেন কিন্তু আইনের চোখে উনি সন্দেহভাজন অভিযুক্ত। তাই স্বাভাবিকভাবে ওকে এজেন্সি কখন ডাকবে সেটা ওকে জিজ্ঞেস করে ডাকবে না।’ 


এছাড়া পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনে পুলিশ বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদের অফিসের সামনে থেকে তুলে নিয়ে গেছে, এরকম দশটি উদাহরণ দিতে পারি। তাদের জেল খাটিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি স্বাধীন সংস্থা, তিনি না গেলে এজেন্সি কি করবে তা এজেন্সি বলতে পারবে। পাশাপাশি শনিবার মধ্য রাতে রাজ্যপালের দুটি চিঠি প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সকলে এখন জি-২০-র অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তাই তাদের প্রতিক্রিয়া কি পদ্ধতিতে আসবে সেটা আমার জানা নেই। তবে ওই চিঠি নবান্নে পৌঁছে গেছে, চিঠি পড়াও হয়ে গেছে।’ যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ধামাধরা সংবাদমাধ্যম কিছু বলছে না। ওই চিঠিতে এমন কিছু উল্লেখ্ আছে যা প্রকাশ্যে এলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পস্টের দলের বিড়ম্বনা বাড়বে। আমি রাজ্যের বিরোধী দলনেতা তাই রাজ্যপালকে বলতে পারিনা, তবে  আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাছি ওই চিঠি জনসমক্ষে প্রকাশ করা হোক। এই বিষয়টি রাজ্যের সাড়ে দশ কোটি বাসিন্দা জানতে চায়। 


এছাড়াও শুভেন্দু সাকেত গোখলের জি-২০ র খরচ  মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ‘রাজ্যে পিসি ও ভাইপোর দুটো টিম চলছে। সাকেত যা বলেছে ওটা ভাইপোর টিম। মেদিনীপুরের সাংবাদিক গ্রেফতারের ঘটনা যেমন পিসি জানতো না, এটাও সেমনই।’

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস