নদীয়ার কল্যাণীর চড় যদুবাটি এলাকায় নিখোঁজ এক বাচ্চা।
নদীয়ার কল্যাণীর চড় যদুবাটি এলাকায় গত ১ তারিখ শুক্রবার থেকে নিখোঁজ এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিশাল মাহাতো ওরফে কালু মাহাতো। বয়স ১৭ বছর। পরিবার ও প্রতিবেশী সুত্রে জানা গেছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন এবং কথাও বলতে পারে না। তার চিকিৎসাও চলছিল। তাকে সব সময় চোখে চোখেই রাখা হতো। কিন্তু গত শুক্রবার বাবার সাথে ঘুমানো পরেই হঠাৎই ভোরবেলা সে একা একা বেরিয়ে যায়। পরিবার প্রশাসন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোজ চালালেও এখন অব্দি তার খোঁজ পাওয়া যায়নি। কোন সদ্ ব্যক্তি যদি যুবকটির খোঁজ পান তাহলে অতিশীঘ্রই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন।
কোন সদ্ ব্যক্তি যদি ছেলেটিকে খুঁজে পান অতিশীঘ্রই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ করুন: ৬২৯০১১৫৬৬০


Comments
Post a Comment