চালু হতে চলেছে তেজাস রাজধানী এক্সপ্রেস ট্রেন
মালদহ: আগামী নতুন বছরের ১৫ই জানুয়ারি থেকে ত্রিপুরা আগরতলা দিল্লিগামী চালু হতে চলেছে তেজাস রাজধানী এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনের স্টপেজ পেতে চলেছে মালদা জেলা। আগামী ১৬ জানুয়ারি তেজাস রাজধানীর প্রথম স্টপেজ মিলবে মালদা টাউন স্টেশনে। সেই ট্রেন যাত্রারই টিকিট কাটা পর্ব শুরু হল রবিবার। যার আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিনে মালদাবাসীকে খুশির খবর দিল রেল প্রশাসন। আগামী ১৫ই জানুয়ারি থেকে আগরতলা-দিল্লিগামী তেজাস রাজধানী এক্সপ্রেস চালুর আনুষ্ঠানিক ঘোষণা করল এদিন। আর এই ঘোষণার পরপরই মালদা থেকে তেজাস রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্যরা। রেল প্রশাসনের এমন উদ্যোগে খুশি মালদাবাসী।

Comments
Post a Comment