চিরঞ্জিত কি সরছেন রাজনীতি থেকে?

 

                       চিরঞ্জিত কি সরছেন রাজনীতি থেকে? 


   ক্রমেই স্পষ্ট হচ্ছে সে কথা। এর আগেও তিনি রজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন,"আমার অনেক বয়স হয়েছে। তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।” ছাব্বিশের বিধানসভা ভোটের বছর খানেক আগে তাঁর মুখে এহেন মন্তব্য শুনে রাজনৈতিক মহলের একাংশের মত, প্রার্থী না হওয়ার জল্পনা উসকে দিলেন বারাসতের তিনবারের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার বিকেলে বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাই-মাস্ট লাইট, সেলফি জোন, কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ-সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। 


  সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১৫ বছর এখানে (বারাসতে) আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে। আমি বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে। সে কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার। এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের।”

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস