বলিউডে হেলেন চির যৌবনের প্রতীক



 বলিউডে হেলেন চির যৌবনের প্রতীক 


  কিংবদন্তি অভিনেত্রী হেলেন প্রমাণ করছেন যে বয়স কেবলই একটি সংখ্যা। ৮৫ বছর বয়সে তাঁর জিমে পালাটেস করা এবং গানের তালে নাচের একটি ভিডিও দিয়ে নেটমাধ্যমে ঝড় তুলেছে। ফিটনেস কোচ ইয়াসমিন করাচিওয়ালার ভিডিওটি পোস্ট করেছেন। অনুরাগী থেকে তারকা, সকলেই হেলেনের প্রশংসায় পঞ্চমুখ। সেই ভিডিওয় হেলেনকে আত্মবিশ্বাসের সঙ্গে পালাটেস করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাঁকে সেই বিখ্যাত ‘মনিকা ওহ মাই ডার্লিং’ গানটিতে নাচতেও দেখা যাচ্ছে। ইয়াসমিন ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘৮৫-তে হেলেন খান এমন কিছু করছেন যা বেশিরভাগ মানুষ চেষ্টাও করে না!’


  হেলের ভিডিওয় সোফি চৌধুরী মন্তব্য করেছেন, ‘এটি সর্বকালের সবচেয়ে সুন্দর ভিডিও!!!!!! তোমাকে ভালবাসি হেলেন আন্টি.. আমাদের সকলের জন্য অনুপ্রেরণা!!’ । বিপাশা বসুর প্রতিক্রিয়া, ‘সবচেয়ে সুন্দর অনুপ্রেরণা।’ ১৯৬০ সালে সালমা খানকে বিয়ে করেন সেলিম খান। তাঁদের চার সন্তান রয়েছে- সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা খান অগ্নিহোত্রী। ১৯৮১ সালে হেলেনের সঙ্গে বিয়ে হয় সেলিমের।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস