জামাইষষ্ঠীতে শ্বশুড়িকে খুশি করতে ৫ গিফট


 

জামাইষষ্ঠীতে শ্বশুড়িকে খুশি করতে ৫ গিফট 


  জৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী ব্রত। এইদিন শ্বাশুড়িরা জামাই ও মেয়েকে নিমন্ত্রণ করে মা ষষ্ঠীর পূজা করেন ও জামাইয়ের কপালে ফোঁটা দেন। হলুদ সুতো বেঁধে জামাইয়ের সুখ, ঐশ্বর্য ও কন্যার দাম্পত্যসুখ কামনা করা হয়। এই বছর জামাইষষ্ঠী পড়েছে ১ জুন, রবিবার। অনুষ্ঠান মানেই সেখানে উপহার একটা আলাদা জায়গা জুড়ে থাকে। আসলে উপহার এমনই একটা জিনিস, যা যে কোন সম্পর্কের মিষ্টতা দ্বিগুণ করে দেয়। জামাইষষ্ঠীও তার ব্যতিক্রম নয়। শ্বাশুড়ি এবং জামাইদের মধ্যে উপহারের আদানপ্রদান হয়ে থাকে। এ বছর জামাইষষ্ঠী পড়েছে ১ জুন। এই দিনে শ্বাশুড়িকে কি গিফট দেবেন, নিশ্চয়ই ভাবনাচিন্তা করছেন। তা হলে উপহারের এই আইডিয়াগুলি রইল আপনারই জন্য। জেনে নিন -


  * শাড়িঃ শাড়ি যেকোন মহিলারই পছন্দের। তাই শ্বাশুড়িমার পছন্দসই কোন শাড়ি জামাইষষ্ঠীতে উপহার হিসাবে দিতেই পারেন।


  * গয়নাঃ বাজেট অত বেশি না হলে সোনার গয়না হয়ত দিতে পারবেন না। তবে আজকাল নানা ধরনের গয়না পাওয়া যায়। যেগুলি একেবারে বাজেটের মধ্যে। সেরকম গয়নাও দিতে পারেন।


  * মোবাইল ফোনঃ বাজেট একটু বেশি হলে শ্বাশুড়িকে মোবাইল ফোনও উপহার হিসাবে দিতে পারেন।


  * টুথ স্পিকারঃ আজকাল অনেকেই ব্লু টুথ স্পিকার ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনার শ্বাশুড়ি যদি প্রযুক্তিগত দিক থেকে পটু হন, তা হলে এই উপহার দিতেই পারেন।


  * ঘড়িঃ শ্বাশুড়িকে ঘড়ি উপহার দেওয়াও বেস্ট। বিশেষ করে স্মার্ট ওয়াচ দিতে পারেন।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস