পুরুলিয়া রঘুনাথপুরে মর্মান্তিক হত্যা

       



              

                  পুরুলিয়া রঘুনাথপুরে মর্মান্তিক হত্যা 


  বাড়ির মধ্যে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনা পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ১ নম্বর ওয়ার্ডের। মৃতার নাম মামনি দুবে (৩২)। প্রায় ১৪ বছর আগে তাঁর বিয়ে হয় বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানা এলাকার যুবক দেবাশীষ দুবের সঙ্গে। দেবাশীষ রঘুনাথপুরে একটি ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করেন। 


 রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। তাদের একমাত্র সন্তান থাকে মামাবাড়িতে। রবিবার দুপুরে দেবাশীষ দুবে কর্মস্থল থেকে স্ত্রী মামনিকে একাধিক বার ফোন করে। কিন্তু কোনরকম সাড়া না মেলায় সে বাড়ি ফিরে আসে। সেখানে তিনি দেখেন স্ত্রীর দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মামনীর দেহ উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস