ফের কুমির আতঙ্ক কালনায়

 


ফের কুমির আতঙ্ক কালনায় 


   এই নিয়ে বেশ কয়েকবার কালনায় ভাগীরথীতে কুমিরের দেখা মিললো। ভাগীরথীর জলে নজরে এল বিশাল জলচর, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আবারও কুমির আতঙ্কের সৃষ্টি হল পূর্ব বর্ধমানের কালনা শহরে।কালনার খেয়াঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে দেখা মিলল এক বিশাল আকৃতির কুমিরের। আচমকাই নদীর জলে ভেসে যেতে দেখা যায় কুমিরটিকে, আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।


   স্বাভাবিকভাবেই ফের চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। খেয়াঘাটের এক কর্মচারী সুব্রত মণ্ডল বলেন, “সকালে ৬টার সময় ডিউটি এসেছিলাম, তারপর ৭:৩০ নাগাদ কুমিরটা দেখতে পেলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওটা গুপ্তিপাড়ার দিকে চলে গেল। এর আগেও পালপাড়ায় কুমির দেখা গিয়েছিল।” প্রসঙ্গত, এর আগেও কালনার ভাগীরথী নদী সংলগ্ন জাপোট এলাকায় বাড়ির উঠোনে উঠে পড়েছিল একটি কুমির। সেই ঘটনাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রশাসনের তরফে সে সময় বন দফতরকে জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আবারও ভাগীরথীর জলে কুমিরের দেখা মিলতে পুরানো আতঙ্ক নতুন করে ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা রীতিমত দুশ্চিন্তায় ভুগছেন। নদী পাড় সংলগ্ন এলাকার মানুষজন মাছ ধরা, স্নান কিংবা জল সংগ্রহের কাজও করতে ভয় পাচ্ছেন।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস