এবার জ্যোতি সম্পর্কে আরও বিস্ফোরক দাবি ভারতীয় গোয়েন্দা দপ্তরের


   এবার জ্যোতি সম্পর্কে আরও বিস্ফোরক দাবি ভারতীয় গোয়েন্দা দপ্তরের 


  এই মুহূর্তে হরিয়ানার জ্যোতি মালহোত্রা আমাদের খবরের শিরোনামে। ভারতীয় নাগরিক হয়েও তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন পাকিস্তানী গুপ্তচর। এবার গোয়েন্দাদের হাতে আরও বড়ো তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, বছর তেত্রিশের এই ইউটিউবার পাকিস্তানের মুরিদকেতে লস্কর-ই-তৈবার প্রধান ঘাঁটিতেও গিয়েছিলেন। সেখানে ১৪ দিনের প্রশিক্ষণ নেন। তারপর ভারতে ফিরে আসেন। নিজেকে ট্রাভেল ইউটিউবার হিসেবে পরিচয় দিতেন জ্যোতি। ইউটিউবে তাঁর একটি ট্রাভেল অ্যাকাউন্ট রয়েছে। যেখানে সাবক্রাইবারের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার। কিন্তু, পাকিস্তানের হয়ে যে তিনি গুপ্তচরবৃত্তি করতেন, সেই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। 


এবার আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ভারতে একাধিক জঙ্গি হামলায় পাকিস্তানের যে জঙ্গি সংগঠনের হাত রয়েছে, সেই লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টারেই পৌঁছে গিয়েছিলেন জ্যোতি। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পিছনেও রয়েছে লস্করের হাত। বৈসরনে জঙ্গি হামলার দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট লস্করেরই ছায়া সংগঠন। পাকিস্তানের মুরিদকেতে সেই লস্করেরই প্রধান ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য জ্যোতি গিয়েছিলেন বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সেখানে ১৪ দিন ধরে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নেন তিনি। তারপর একটি বিশেষ অভিযানে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। এই মুহূর্তে জ্যোতি হরিয়ানা পুলিশের হেফাজতে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস