পুরুলিয়ার ঝালদার মিনি পহেলগাঁও পর্যটকদের মন কেড়েছে


 

পুরুলিয়ার ঝালদার মিনি পহেলগাঁও পর্যটকদের মন কেড়েছে 


  দিঘা, পুরী, দার্জিলিং-এর পাশাপাশি লালমাটির এই জেলাও ভ্রমণপিপাসু মানুষদের পছন্দের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে। আর পুরুলিয়ার এই পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়েছে মিনি পহেলগাঁও। পুরুলিয়ার ঝালদা থানার পুরানো ঝালদা এলাকায় রয়েছে এই মিনি পেহেলগাঁও। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁও-এর বৈশরণ ভ্যালির মতই প্রকৃতিক সৌন্দর্যে মোড়া পুরুলিয়ার এই পহেলগাঁও। এখানে পাহাড়ের আনাচে-কানাচে সাদা বরফ দেখা না গেলেও প্রকৃতির অপরূপ রূপে আকৃষ্ট হয়ে ওঠেন যে কেউ।




  সবুজ ঘন অরণ্যে ঘেরা এই ল্যান্ডস্কেপের মাঝে, মাঝে রয়েছে ছোট , ছোট টিলা। অবিরাম শোনা যায় ময়ূরের ডাক। সম্প্রতি সোশ্যাল সাইটে এই মিনি পহেলগাঁও-এর ভিডিও ভাইরাল হওয়ার পরেই অফবিট এই জায়গায় ঢল নামতে দেখা যাচ্ছে পর্যটকদের। ভ্রমণপ্রেমীদের আকর্ষণের নতুন একটি জায়গা হয় উঠেছে পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও। স্থানীয় মানুষজনরা বলেন, ঝালদার এই জায়গাটি বের হাতলের মাঠ নামেই পরিচিত তাদের কাছে।খুবই সুন্দর এই জায়গা। কাশ্মীরের পেহেলগাঁও-এর মতই খানিকটা দেখতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা। ‌

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস