কলকাতার পরে গঙ্গাসাগরের আকাশে ড্রোন - চিন্তিত পুলিশ



 কলকাতার পরে গঙ্গাসাগরের আকাশে ড্রোন - চিন্তিত পুলিশ 


  ১৯ তারিখ রাতে কলকাতার আকাশে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা যায় - যার কিনারা এখনও কলকাতা পুলিশ করতে পারে নি। এরই মধ্যে বুধবার রাতে আবার কয়েকটি আলোকবিন্দু দেখা গেলো গঙ্গাসাগরে। অনুমান করা হয়, সেই আলোগুলি ড্রোন থেকে বের হচ্ছে। জানা গিয়েছে, এদিন দু’ দফায় মোট ৫টি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। এদিকে বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে টানা ঝড়বৃষ্টি হয়েছিল। সেই ঝড়বৃষ্টি শুরুর কিছু আগে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ প্রথম আকাশে দেখা গিয়েছিল এই আলোকময় বস্তুগুলি। সেগুলি ড্রোন বলেই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এদিকে রাত সাড়ে ১০টা নাগাদ নাকি ফের গঙ্গাসাগরের ওপরে সেই বস্তুগুলি দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা। এই সম্ভাব্য ৫টি ড্রোনের মধ্যে ৩টির আকার অন্যগুলির তুলনায় বড় ছিল বলে দাবি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। 


  ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে এই বিষয়ে। এহেন পরিস্থিতিতে আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে এসপি-র অফিসের সঙ্গে যোগযোগ করতে বলা হয়েছে থানাকে। বিষয়টি নিয়ে সকলে যথেষ্ট উদ্বিগ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস