বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ ছিল - দাবি 'আশিকি' খ্যাত অনুর


 

        বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ ছিল - দাবি 'আশিকি' খ্যাত অনুর 


  ছকভাঙা অভিনেত্রী। মডেলিং থেকে বলিউডের নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন অনু আগরওয়াল। ৯০-এর দশকে রাহুল রয়ের সঙ্গে 'আশিকি' ছবিতে কাজ করে 'সুপারস্টার' হয়েছিলেন অনু। ১৯৯০ সালে সুপারহিট হয়েছিল অনু আগরওয়াল ও রাহুল রায় অভিনীত 'আশিকি' ছবিটি। তারপরে আশিকি ২ মুক্তি পেয়েছে। পাইপলাইনে রয়েছে আশিকি ৩, তবে প্রথম আশিকির মতো গান ও গল্প এখনও মেলেনি।



  বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে অনু আগরওয়াল। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনু আগরওয়াল নয়ের দশকে বলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে বলেছেন, সেই সময় বলিউডের অর্থের জোগান হত 'আন্ডারওয়ার্ল্ড' থেকেই। নাম নিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমেরও। অনু আগরওয়াল দাবি করেছেন, বলিউডের উপর তাদের মতো মানুষজনের একচেটিয়া প্রভাব ছিল।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস