জঙ্গলমহলের মানুষ মেতে উঠেছে রোহিনী উৎসবে
জঙ্গলমহলের মানুষ মেতে উঠেছে রোহিনী উৎসবে
পুরুলিয়া সহ সমস্ত জঙ্গলমহলের কৃষিজীবী মানুষের অন্যতম একটি লোক উৎসব রোহিনী উৎসব। সারাটা বছর জেলার কৃষকেরা এই দিনের অপেক্ষায় থাকেন। কথায় আছে ‘বারো দিনে বারনি, তেরো দিনে রোহিনী’। প্রতিবছরের মত এ-বছর জঙ্গলমহলের আপামর কৃষিজীবী মানুষজ রোহিণী উৎসবের আনন্দে মেতে উঠেছে। জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় লোকউৎসব এটি। এই উৎসবের দিন থেকেই পুরুলিয়ায় শুরু হয় নতুন কৃষিবর্ষ। এদিন ভোর বেলায় বাড়ির মহিলারা দেওয়ালে গোবরের রেখা দিয়ে গন্ডী কেটে দেন। তাদের বিশ্বাস এর ফলে বাড়িতে কীট, পতঙ্গ বা অপদেবতা প্রবেশ করতে পারে না। কৃষকেরা চাষের জমিতে বীজ ফেলেন।
এইদিন জমিতে বীজ ফেললে সেই ফসলের পোকা বা রোগ হয় না, বলে তাদের ধারনা। ফলনও ভাল হয়ে থাকে। অনেকে আবার বাড়ির উঠোনে নতুন তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করেন। এছাড়াও বাড়ির মেয়েরা মুখে কালি, রং মেখে বাদ্য যন্ত্র বাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তারা পূর্বপুরুষদের আমল থেকে এই উৎসব পালন করে আসছেন। তাই এই উৎসবের বিরাট মাহাত্ম্য রয়েছে জঙ্গলমহল পুরুলিয়া কৃষক পরিবারগুলির মধ্যে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু তবুও গ্রাম বাংলার এই লোকউৎসব আজও মহা ধুমধামে সঙ্গে পালিত হয় জঙ্গলমহলে গ্রামে ,গ্রামে। পুরুলিয়ার কৃষিজীবি মানুষ যুগযুগ ধরে চলে আসা এই রোহিনী উৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন।

Comments
Post a Comment