পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে হবে - সমীক ভট্টাচার্য
পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে হবে - সমীক ভট্টাচার্য
'অপারেশন সিঁদুর' এর সফল্যের পড়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে ভারতের সংসদীয় কমিটি। সেই কমিটিতে আছেন বিজেপির সমীক ভট্টাচার্য। প্রতিনিধি দলের মূল লক্ষ্য, আন্তর্জাতিক মঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলে ফেলা। সেই কাজ করতে এই মুহূর্তে ফ্রান্স সফরে রয়েছেন প্রতিনিধি দলের একাংশ। সেখানে পাকিস্তান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি তুললেন, ”পাকিস্তান এমন একটা দেশ যারা কোনওদিন শুধরাবে না। আমরা দাবি করছি, পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করতে হবে। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।” ফ্রান্স সফরে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য একদফা তুলে ধরেছেন বর্ষীয়ান সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তিনিই।
রবিশংকর প্রসাদের পর শমীক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”কোন পরিস্থিতিতে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল, তা বিশ্বকে জানানো আমাদের কর্তব্য। পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে লালনপালন করেছে। ভারতের বিরুদ্ধে জঙ্গিদের লেলিয়ে দিয়েছে।” শমীকের কথায়, ”আমি বাংলার একজন প্রতিনিধি। আমাদের বাংলার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে দেশে হামলা চালায় পাকিস্তান। এই যে পহেলগাঁওয়ে ধর্ম বেছে বেছে মারা হয়েছে, তা কীসের জন্য? ভারতের একতা ভাঙার জন্য। কিন্তু মনে রাখতে হবে, দেশবাসী ঐক্যবদ্ধ।

Comments
Post a Comment