এ বছর জুলাই মাসে জাপান ডুবে যাবে সুনামিতে - জাপানের নতুন বাবা ভাঙ্গা


 

এ বছর জুলাই মাসে জাপান ডুবে যাবে সুনামিতে - জাপানের নতুন বাবা ভাঙ্গা 


  তাঁকে বলা হচ্ছে জাপানের নতুন বাবা ভাঙ্গা! পেশায় তিনি মাঙ্গা শিল্পী। কিন্তু এরই পাশাপাশি ভবিষ্যদ্বক্তা হিসেবেও পরিচিতি ক্রমেই বেড়ে চলেছে রিও তাতসুকির। আর সেই তিনিই জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে মেগা-সুনামিতে তছনছ হয়ে যাবে জাপান! এহেন ভয়ংকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অতীতে নাকি তাতসুকির বলা অনেক কথাই ফলে গিয়েছে। ফলে এবারও সবাই আতঙ্কিত। ইতিমধ্যেই ওই সময়ে জাপানে সফরকারী বহু পর্যটক তাঁদের সফর বাতিল করেও দিয়েছেন!


  ১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিল তাতসুকির ‘দ্য ফিউচার আই স’। সেই বইয়ে অনেকটা মাঙ্গার স্টাইলেই ডায়রির মতো করে নানা স্বপ্নের কথা লিখে রেখেছিলেন তিনি। করেছিলেন কিছু ভবিষ্যদ্বাণী। যা পরবর্তী সময়ে সত্যি হতে দেখা গিয়েছে অনেকাংশেই। ২০২১ সালে সেই বইয়ের একটি নয়া সংস্করণে তাতসুকি যুক্ত করেন একটি নতুন ভবিষ্যদ্বাণী। জানান, তিনি স্বপ্নে দেখেছেন জাপান ও ফিলিপিন্সের মধ্যে সমুদ্রের তলায় ফাটল লক্ষ করেছেন। আর তাতেই পরিষ্কার ইঙ্গিত মিলছে জুলাই মাসে ভয়াবহ সুনামি হবে জাপানে!

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস