নদীয়া কালিগঞ্জ উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

 



নদীয়া কালিগঞ্জ উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ


  তৃণমূল প্রথম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলো। বিজেপি, কংগ্রেস বা বামেরা এখন পর্যন্ত প্রার্থী ঠিক করে উঠতে পারে নি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী ১৯ জুন হবে উপনির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়াইয়ে এগিয়ে দেওয়া হয়েছে তরুণ মুখ আলিফা আহমেদকে। জানা যাচ্ছে, তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতে তাঁর উপরই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ ফেব্রুয়ারি নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। ৭১ বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 







  ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৯ তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস