উত্তাল দিঘার সমুদ্র - পর্যটকদের সতর্ক করলো প্রশাসন


 

উত্তাল দিঘার সমুদ্র - পর্যটকদের  সতর্ক করলো প্রশাসন 


  গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে। এই মুহূর্তে দিঘার সমুদ্র সম্পূর্ণ উত্তাল। সতর্ক রয়েছে প্রশাসন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই এই নিম্নচাপের বৃহস্পতিবার সন্ধ্যার পর উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী মধ্যস্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দিঘা-সহ জেলার উপকূলবর্তী অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। উত্তাল সমুদ্র… ইতিমধ্যেই সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয়েছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। 


  উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি চলছে। অন্যান্য জায়গায় আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। নিম্নচাপের এই বিপর্যয় থেকে পর্যটকদের রক্ষা করতে প্রশাসন একাধিক উদ্যোগ নিয়েছে। উত্তাল সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দড়ির ব্যারিকেড সৈকত সরণী জুড়ে। এছাড়াও সমুদ্র সৈকত জুড়ে চলছে মাইকিং, নজরদারি এবং পুলিশের টহলদারি। বৃহস্পতিবার সকালের পর দিঘার সমুদ্র ধীরে ধীরে উত্তাল হয়ে উঠেছে। সতর্ক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক জানিয়েছেন, ‘ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী অঞ্চলের ব্লক প্রশাসনের সঙ্গে পরিস্থিতি নজরে রাখতে যোগাযোগ রাখা হয়েছে। রেসকিউ টিম তৈরি আছে। ভারী বৃষ্টির ফলে উপকূলবর্তী অঞ্চলের নিচু জায়গার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু হয়েছে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস