বৈবাহিক জীবন নিয়ে হেমার খেদ


   বৈবাহিক জীবন নিয়ে হেমার খেদ 


  তাঁকে নিয়ে আসমুদ্র হিমাচল দিবাস্বপ্ন দেখে! তাঁকে দেখে তামাম জনতার হৃদয় পিংপং বলের মতো লাফায়! তিনি 'ড্রিম গার্ল'! স্বপ্নসুন্দরী। তিনি হেমা মালিনী। যাঁর একটুকরো হাসিতেই ঘায়েল পুরুষকুল, সেই হেমা কি নিজের বিবাহিত জীবনে সুখী ছিলেন? এই প্রশ্নর উত্তর পেতে আজও মরিয়া তাঁর ফ্যানেরা। এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানান, '' আমি বলব না সবকিছু নিখুঁত হয়। জীবনে সবসময় আপনি যা চান, তা পাবেন না। যখন আপনার বয়স কম, তখন আপনি একটি পারফেক্ট জীবনের স্বপ্ন দেখেন, কিন্তু তেমন কোনও জীবনের হয়তো বাস্তবে অস্তিত্বই নেই।"



  অভিনেত্রী আরও বলেন, "আমি যা চেয়েছিলাম, জীবনে তার সবকিছু পাইনি। কিন্তু যা পাইনি, তার অভাব যেন আমাকে না ছুঁয়ে যায়...! আমার দুই মেয়ে। জীবনের তিরিশ বছর ওদের সঙ্গেই কাটিয়েছি। ওদের স্কুলে নিয়ে যেতাম, হোমওয়ার্ক দেখতাম, চুল বাঁধতাম, ওদের রাগ-অভিমান সামলাতাম — এসব করতে করতে যেন আবার নিজের শৈশবটা ফিরে পেয়েছিলাম। এখন ওরা বড় হয়ে গিয়েছে, হঠাৎ পিছনে ফিরে তাকালে মনে হয়, ‘ওহ, আমি যেন কত কিছু হারিয়ে ফেলেছি!’

হেমা সবচেয়ে বেশি কী মিস করেন? উত্তরে তিনি জানান, '' হয়তো স্বামীর সান্নিধ্য নিয়ে আমি একটু বেশিই আশা রেখেছিলাম। ভেবেছিলাম, আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাব। এতদিন পর্যন্ত আমি কখনও ওঁকে মিস করিনি। যখন আমার বিয়ে হয়, আমি ভেবেছিলাম, আমরা এমন একটা ব্যবস্থা করব, যা আমাদের সবার জন্যই ঠিক হবে। কিন্তু তা আর সম্ভব হয়নি।"

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস