আলিপুরদুয়ারে মোদীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকরা


 

আলিপুরদুয়ারে মোদীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকরা 


  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝটিকা সফরে আসছেন উত্তরবঙ্গে। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকেরা। চাকরি নিয়ে দোটানা। তার মধ্যেই বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চান শিক্ষকরা। কিন্তু চাকরিহারাদের সঙ্গে কি আদৌ দেখা করবেন প্রধানমন্ত্রী? কী বলছেন বিজেপি নেতারা? জানা গিয়েছে, বর্তমানে আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। এর আগে ২৩শে মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেন চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। এক চাকরিহারা যোগ্য শিক্ষক বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই সৎ মানুষগুলি তো তাঁরই দেশের মানুষ,তাঁর যতটা সম্ভব তিনি যেন হস্তক্ষেপ করেন। এটাই আমাদের অনুরোধ। আমরা আমাদের দাবি সকলের কাছে রাখছি। সেই ভাবেই দেশের প্রধান হিসাবে আমরা চাইছি উনি যেন হস্তক্ষেপ করেন।” 


  এই বিষয়ে বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "যোগ্যদের চাকরি গিয়েছে আমরা জানি। সরকার যেভাবে নির্যাতন করছে সেইটাও জানি। চাকরিহারারা লিখিত জানিয়েছেন যাতে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। আমরা চেষ্টা করছি। পিএমও টিম রয়েছে। আমরা দেখছি পুরো বিষয়টি।" আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “চাকরিহারাদের যাঁরা এই সব পরামর্শ দিচ্ছেন তাঁরা সর্বনাশ বাড়াচ্ছেন। মোদী কেন কারও ক্ষমতা নেই সুপ্রিম রায় পাল্টে দেওয়ার। এই চাকরিহারাদের আসল দাবি হওয়া এখন উচিৎ যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন,মমতাকে চাপ দিয়ে তাঁদের নামের লিস্ট বের করে আনা।” কথাটা ঠিক যে কোর্টের রায় প্রকাশিত হবার পড়ে কখনোই প্রধানমন্ত্রীর কিছু করার থাকে না। এখন যোগ্য ও অযোগ্যদের লিস্ট সরকার না বের করলে এই সমস্যার সমাধান হবে না।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস