কলকাতার কাছেই বাঁওরবিতানে ঘুরে আসুন একদিনের জন্য


    

 কলকাতার কাছেই বাঁওরবিতানে ঘুরে আসুন একদিনের জন্য 


  শহরের কোলাহল থেকে মাত্র কিছুটা দূরেই, অক্স-বো লেকের কোলে মনোরম পরিবেশে পরিবার বা প্রিয়জনকে নিয়ে ছুটি কাটিয়ে আসতেই পারেন একদিন। কলকাতা থেকে মাত্র দুই-আড়াই ঘণ্টার দূরত্বের এমনই মন কেড়ে নেওয়া গন্তব্য বাঁওরবিতান এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। গোবরডাঙা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র যেন অক্স-বো লেকের সৌন্দর্যের অনুভূতি যোগাবে আপনাকে।


  বাঁওরের জলে ভেসে থাকা ডিঙি নৌকা, চারপাশে ফল-ফুলের গাছ, পাখির ডাক আপনাকে এক অন্য অনুভূতি দেবে। রয়েছে থাকার ব্যবস্থাও। পরিষ্কার পরিচ্ছন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, রয়েছে নামমাত্র খরচে পছন্দ সই ভুরিভোজের আয়োজন। তাই একদিনের ছুটিতে, প্রকৃতি ও শান্তির খোঁজে যারা কলকাতার আশেপাশে কোথাও যেতে চান, তাঁদের জন্য বাঁওরবিতান হতে পারে এক দারুণ অপশন।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস