'বেতাব' ছবির সেই ছোট সানি এখন কে?


   

'বেতাব' ছবির সেই ছোট সানি এখন কে?


  তাঁকে দেখলেই আট থেকে আশি বলে ওঠে, 'ইয়ে দিল, দিওয়ানা'। আবার বিশেষ করে মেয়েরা বলে, 'জানে কিউ মে তুঝকো হর পর সোচনা হুঁ'... আর ছেলেদের ফেভারিট, 'সূরয হুয়া মধ্যম, চাঁদ জ্বলনে লাগা'...। কিন্তু মজার ব্যাপার হল, গান নয়, তিনি প্রথম অভিনয়জগতে পা রেখেছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। আশির দশকে প্রথম ছবি মুক্তি পায় ধর্মেন্দ্রের জ্যেষ্ঠ পুত্র সানি দেওলের, বেতাব। তাঁর কেরিয়ারের প্রথম ছবিতে সানির ছেলেবেলা ফুটিয়ে তুলেছিলেন এক শিশু অভিনেতা।


  বর্তমানে তিনি বলিউডের শীর্ষে থাকা সঙ্গীতশিল্পী। কে এই ছোট্ট শিশুটি ধরতে পারলেন? এখন তাঁর গানের গলা-সুরে মুগ্ধ বিশ্বের কোটি কোটি মানুষ। ইনি সোনু নিগম। ‘বেতাব’ ছবিতে সোনুকে অভিনয় করতে দে‌খা গেলেও সেটি তাঁর প্রথম ছবি নয়। তার আগেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। আশির দশকে ‘প্যারা দুশমন’, ‘উস্তাদি উস্তাদ সে’, ‘কামচোর’ নামের একাধিক হিন্দি ছবিতে শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন সোনু। পরে সঙ্গীতের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করলেও অভিনয়ের প্রতি আগ্রহ মুছে যায়নি সোনুর।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস