ইউটিউবার জ্যোতির বাংলা যোগ নিয়ে একাধিক রহস্যের জট


 ইউটিউবার জ্যোতির বাংলা যোগ নিয়ে একাধিক রহস্যের জট


   অবশেষে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদানের অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তার সঙ্গে বাংলার যোগের তথ্য এসেছে পুলিশের হাতে। চলতি বছরেই কলকাতায় আসেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেন। আবার জনপ্রিয় দোকান থেকে বিরিয়ানিও খান। ঘোরাফেরার ফাঁকে ফাঁকে ভ্লগও করেন তিনি। শুধু ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশে বাংলায় এসেছিলেন জ্যোতি, স্বাভাবিকভাবে রহস্য দানা বাঁধছে। জ্যোতির একটি ভ্লগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেওড়াফুলিতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জ্যোতির। সে কারণে রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছন। তারপরে ট্যাক্সি নিয়ে বিভিন্ন জায়গাও ঘোরাঘুরি করেন।


  শুধু তাই নয়, বারাকপুরের জনপ্রিয় দোকান থেকে কিনে বিরিয়ানিও খান। লোকাল ট্রেনেও চড়েন। সেকথা নিজেই ভ্লগেই জানান জ্যোতি। ফুচকার মতো একাধিক স্ট্রিট ফুড খাওয়ার কথাও ভ্লগে উল্লেখ করেছেন। তাঁর ভ্লগে হাওড়া ব্রিজ, বালির মতো জায়গাও দেখা গিয়েছে। দিন যত এগোচ্ছে ততই লাস্যময়ী ইউটিউবারের সম্পর্কে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। ইউটিউবার জ্যোতির বাংলা যোগ নিয়ে একাধিক রহস্যের জট। শুধু বাংলায় ঘুরতেই এসেছিলেন জ্য়োতি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? মহানগরের বুকে কি নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন? জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য জোগাড়ের চেষ্টায় তদন্তকারীরা। এদিকে, শেওড়াফুলিতে কার আমন্ত্রণে জ্যোতি বাংলায় এসেছিলেন, তাঁর সঙ্গে সম্পর্ক কেমন, তা তদন্তসাপেক্ষ।



Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস