একই সঙ্গে হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স অন্তঃসত্ত্বা

এটা একটা বিরল ঘটনা বটে। হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলারা সন্তান প্রসব করেন ও তাদের দেখাশোনা করেন নার্সরা। কখনো বিবাহিত নার্স রাও অন্তঃসত্ত্বা হন। তাইবলে একসঙ্গে ১৪ জন অন্তঃসত্ত্বা! হ্যাঁ! ঠিকই পড়েছেন এক, দুই নয় একসঙ্গে ১৪ জন গর্ভবতী। এমনকী তাঁদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। এই অবাক করা অলৌলিক ঘটনায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘটনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতাল। এই হাসপাতালটি বাচ্চাদের চিকিৎসার উন্নত পরিষেবার জন্য খুবই পরিচিত। প্রায় প্রতিদিনই কোনও কোনও মহিলা সন্তান প্রসব করেন। তাঁদের নবজাতকদের দেখভাল করেন নার্সরা। এবার সেই নার্সদের ১৪ জন একসঙ্গে অন্তঃসত্ত্বা। একথা জানিয়ে হাসপাতালের এককর্তা বলেন, “এই ঘটনা আমাদের সবার জন্য অবিশ্বাস্য! যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যাঁরা প্রথমবারের জন্য মাতৃত্বের স্বাদ পাবেন। আমাদের অন্যান্য নার্সরা তাঁদের জন্য উত্তেজিত।”
Comments
Post a Comment