সুন্দরবন অঞ্চলে নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় ক্রমশই রুদ্র রূপ নিচ্ছে প্রকৃতি
সুন্দরবন অঞ্চলে নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় ক্রমশই রুদ্র রূপ নিচ্ছে প্রকৃতি
এই মুহূর্তে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের। তারমধ্যে একদম দক্ষিনে সুন্দরবন অঞ্চলের অবস্থা বেশ জটিল।
নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় ক্রমশই রুদ্র রূপ নিচ্ছে প্রকৃতি। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে জলোচ্ছ্বাসের মত পরিস্থিতি তৈরি হয়েছে। পাথর প্রতিমা ব্লকের দূর্বাচটি পঞ্চায়েতের ব্যানার্জি ঘেরীর সপ্তমুখী নদীর নোনা জল এলাকায় ঢুকেছে। নোনা জল প্লাবিত চাষের জমি মাছের ভেড়ি, যার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের প্রভাবে ইতিমধ্যে উপকূলে নদী ও সমুদ্র উত্তাল। জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে এই অবস্থা চলতে থাকলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একাধিক এলাকা। বাঁধ ভাঙ্গার মত আশঙ্কা রয়েছে নামখানা, মৌসুনি, গোবর্ধনপুর ও গঙ্গাসাগরের মত জায়গায়।
পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। বাঁধের উপরে বিশেষ নজর রাখা হচ্ছে। অনেক জায়গায় বাঁধ মেরামতির কাজ চললেও এখনও পর্যন্ত অনেক জায়গায় দুর্বল বাঁধ রয়েছে। এই দুর্বল বাঁধ থেকে জল উপচে অথবা ভেঙে জল প্রবেশ করতে পারে। এই কয়েকদিন ধরে যে হারে সমুদ্র নদীর জল ফুঁসছে সেক্ষেত্রে বাঁধগুলি ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

Comments
Post a Comment