পুরোনো ঝাড়ু আবার ব্যবহারযোগ্য করে তুলুন

 



               পুরোনো ঝাড়ু আবার ব্যবহারযোগ্য করে তুলুন 


  আমরা বেশিরভাগ সময়ই ঝাড়ু কয়েকদিন ব্যবহার করে ফেলে দিই এবং একটি নতুন ঝাড়ু কিনে আনি। পুরনো ঝাড়ু বালতি ভর্তি জলে দু-তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এরপর ঝাড়ুটি রোদে রেখে শুকিয়ে নিন এবং চিরুনি দিয়ে ঝাড়ু আঁচড়ে নিন। এই কাজ করলেই ঘটবে ম্যাজিক। ভিজে যাওয়া ঝাড়ু পুরোপুরি শুকনো কিনা তা নিশ্চিত হয়ে নিন। ভিজে যাওয়া ঝাড়ু শুকিয়ে গেলে বেঁকে যাওয়া ঝাড়ুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং ফের ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত হয়ে উঠবে। এইভাবে ঝাড়ু ব্যবহার করলে নতুন ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না। দীর্ঘ সময়ের জন্য পুরনো ঝাড়ু ব্যবহার করার সুযোগ রয়েছে বলা যেতে পারে। পুরনো ঝাড়ুর সঙ্গে লাঠি বেঁধে দিলে এই ঝাড়ু ঘর, পাখা পরিষ্কার করা যাবে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস