রান্নাঘর থেকে সহজে তাড়ান পিঁপড়ে
রান্নাঘর থেকে সহজে তাড়ান পিঁপড়ে
গরম ও বর্ষার মরশুম মানেই হাজার একটা উপদ্রব। এই সময় খাবারদাবার তো বটেই, জামাকাপড়-বিছানাপত্রও পিঁপড়ে বাহিনীর আক্রমণ থেকে রেহাই পায় না। আমরা অনেক সময় পিঁপড়ে তাড়াতে নানা রকম স্প্রে করে থাকি ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আবার খাবার জিনিসপত্র, শোয়ার বিছানা-বালিশ অথবা জামাকাপড়ের উপর পোকা মারার ওষুধ ছড়ালে খুব সহজেই তার ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমাদের শরীরে। তার চেয়ে চলুন আজ জেনে নেওয়া যাক এমন কয়েকটি মোক্ষম টোটকা যা নিমেষে পিপীলিকা-মুক্ত করবে আপনার ঘর-দোর। সবচেয়ে ভাল হল সম্পূর্ণ প্রাকৃতিক এই 'প্রতিকার'। তাই এর জেরে কোনও রাসায়নিক বিক্রিয়ারও বিন্দুমাত্র আশঙ্কা নেই।
চলুন দেখে নেওয়া যাক এই প্রতিকারগুলো ঠিক কী কী-
তেজপাতা: পিঁপড়ের বংশ নির্মূল করতে তেজপাতা খুব কাজে দেয়। তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। এই টোটকা মারাত্মক কাজে দেয়। একটাও পিঁপড়ে ঘরে আসবে না যদি ব্যবহার করা যায় সঠিক প্রয়োগে। পিঁপড়েরা রান্নাঘরের যেই কৌটোয় সবচেয়ে বেশি ঢুকে পরে তা হল চিনির কৌটো। এবার থেকে চিনির কৌটোতে জাস্ট ফেলে দিন কয়েকটা লবঙ্গ। এতে চিনির কৌটোতে কোনওভাবেই পিঁপড়ে হানা দেবে না, গ্যারান্টি।

Comments
Post a Comment