বেশ কয়েকটি সরকারি চাকরি ছেড়ে ফলের বাগান করেছেন বাঁকুড়ার যুবক


 

বেশ কয়েকটি সরকারি চাকরি ছেড়ে ফলের বাগান করেছেন বাঁকুড়ার যুবক 


  সরকারি চাকরি ছেড়ে ফল চাষ করে অবাক করে দিচ্ছেন সবাইকে বাঁকুড়ার যুবক ডক্টর মানস মন্ডল। বিরাট বড় আম বাগান! আর সেই আম বাগানের মধ্যেই খুঁজে পেয়েছেন শান্তি। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, প্রায় দশের অধিক চাকরি ছেড়ে অবশেষে ফল এবং সবজি চাষ করছেন তিনি। বলছেন, “চাকরি করলে নিজেরটা হয়! কিন্তু বড় মাপের চাষবাস করলে আরও ১০টি পরিবার উপকৃত হবে।” বাঁকুড়া জেলার ইন্দপুরের জোরদা এলাকায় রয়েছে একটি বিশাল আমবাগান। দেড়শ বিঘা সাইজ। রয়েছে ৭৮০০ আমগাছ, পাওয়া যায় ২০ ধরনের আম। ইতিমধ্যেই এই বাগানের আম দিল্লির মেলায় যাচ্ছে বাঁকুড়া থেকে।


  ডক্টর মানস মণ্ডল জানান, ইতিমধ্যেই নিজের আমের বাগানে ১০টি কর্মচারীকে কাজ দিতে পেরেছেন তিনি। পাশাপাশি এই আম পৌঁছে যাচ্ছে বাঁকুড়ার স্থানীয় বাজারগুলিতে। গড়বেতা, পুরুলিয়া থেকে মানুষ আসছেন আম কিনতে। একটি ভাল ফলাফল পাচ্ছেন মানস মন্ডল। চাকরি ছেড়ে এসে নিজের উদ্যোগে এমন কাজ করতে যথেষ্ট সাহস লাগে। সেই সাহসিকতা থেকেই এমন কাজ শুরু করেছেন তিনি। তবে খুব দুঃখের সুরে জানিয়েছেন যে সরকারি কোন সহায়তা আজ পর্যন্ত পাননি ডক্টর মানস মন্ডল। তবুও বাগান করে লড়াই চালিয়ে যাবেন তিনি। গ্রীষ্মের পর সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মানস মন্ডল। সরকারি চাকরি ছেড়ে এসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মাটির সঙ্গে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস