গোসাবার খালে ধরা পড়লো বিশাল কুমির
গোসাবার খালে ধরা পড়লো বিশাল কুমির
লোকালয়ের একটি খালে ঢুকে পড়ে একটি পূর্ণ বয়স্ক কুমির। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবার বালি ২ গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর এলাকার সুখময় শিকদারের খাল থেকে উদ্ধার হয় কুমিরটি। স্থানীয়রা এদিন সকালে খালে কুমিরটিকে ভাসতে দেখে বন দফতরকে খবর দিলে পাশের বিদ্যা রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা দ্রুত এসে জাল ফেলে কুমিরটিকে ধরে ফেলেন। এরপর জালে বেঁধে কাঁধে করে সেটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগ। কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ।
সাধারণ ছোটখাটো জলাশয়ে কুমিরের মতো প্রাণীকে দেখা যায় না। তাই কুমিরটি কোথা থেকে এল, সেটাই জানতে খতিয়ে দেখছে বনবিভাগ। স্থানীয়রা জানিয়েছে, বিশাল পরিমাপের কুমিরটি। এদিকে লোকালয়ে কুমিরকে দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই কুমিরটিকে ধরতে পেরে স্বস্তি পেয়েছেন তাঁরা। এদিকে কুমিরটি ধরা মাত্রই তাকে দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে।

Comments
Post a Comment