ATM-এ পথ চলতিদের ভিড়। কিন্তু সবাই টাকা তুলছেন না। তাহলে ভিড় কেন? জানুন আসল রহস্য



প্রতীকী ছবি 


 আবির রঞ্জন দাস, বালুরঘাট:

      রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। মাথার ওপর সূর্য যেন চোখ রাঙিয়ে হাসছে, রেহাই নেই শহর কিংবা গ্রামে। এদিকে শহরের অলিতে-গলিতে জমজমাট ডাবের জল আর ঠান্ডা পানীয়র দোকান। তবে চাহিদা এতটাই তুঙ্গে যে দীর্ঘ লাইন এখন নিত্য দৃশ্য। এই দাবদাহের মধ্যেই শহরে দেখা মিলছে এক ব্যতিক্রমী চিত্র। বালুরঘাট শহরের একাধিক এটিএম বুথে ভিড়, তবে সেটি শুধুই টাকা তোলার জন্য নয়! রাস্তায় বেরিয়ে তীব্র গরমে হাঁসফাঁস করা মানুষ আশ্রয় নিচ্ছেন এসি চালু থাকা এটিএম ঘরেই। কয়েক মিনিটের জন্য হলেও এসির ঠান্ডায় একটু স্বস্তি মিলছে বলেই জানাচ্ছেন পথচলতি মানুষজন।

শুধু এটিএম নয়, শহরের কিছু বড় শপিং মলেও দেখা মিলছে একই চিত্রের। ঠান্ডা সেন্ট্রাল এসি, ঝকঝকে সাজানো দোকান, আর তার ভেতরে ঘুরে ঘুরে দেখা—কে বলবে এই মানুষগুলো কিনতে এসেছে নাকি শুধুই এসেছেন গরম থেকে রেহাই পেতে! অনেকে অবশ্য সোজাসুজি বলছেন, “এই ঠান্ডায় দু'দণ্ড বসে থেকে যেন প্রাণটা ফিরে পেলাম” কেউ বা টোটো চালিয়ে এসে কিছুক্ষণের বিশ্রাম নিচ্ছেন, কেউবা রাস্তায় হাঁটতে হাঁটতে ঢুকে পড়ছেন একটু স্বস্তির খোঁজে।

এই গরমে শহরের এটিএম ও শপিং মলই হয়ে উঠেছে একপ্রকার ‘জনসাধারণের শীততাপ নিয়ন্ত্রিত আশ্রয়স্থল’। এসির ঠান্ডা যেন একটু মুহূর্তের স্বস্তি এনে দিচ্ছে দাবদাহের দহন থেকে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস