হাসপাতাল চত্তর পরিষ্কার করতে ঝাঁটা হাতে পথে নামলেন থানার আইসি

ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

পূর্বস্থলী ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল চত্বর ভরে গিয়েছিল শুকনো পাতা ও নোংরায়। সে কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছিল। সেই সঙ্গে বাড়ছিল মশার উপদ্রব। তাই হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে ঝাঁটা ও বেলচা হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। রবিবার আইসির সঙ্গে কাজে হাত লাগালেন নাদনঘাট থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী। এ দিন বিশ্ববন্ধু চট্টরাজ হাসপাতালের ইমার্জেন্সি ও বহির্বিভাগ-সহ সমস্ত জায়গার জঞ্জাল সাফাই করেন। সেই সঙ্গে জঞ্জালে বুজে যাওয়া নিকাশি নালাগুলিও পরিষ্কার করেন। এর পাশাপাশি মশার উপদ্রব কমাতে ড্রেনগুলোতে ছড়ানো হয় ব্লিচিং পাউডার।

  তবে একটি রবিবার নয়, প্রত্যেক রবিবারই নিয়ম করে নাদনঘাট থানার আইসি ও পুলিশ কর্মীরা গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজে হাত লাগান। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কাজেও আইসিকে এ ভাবে এগিয়ে আসতে দেখে বেশ খুশি এলাকার বাসিন্দারা। আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, ‘পুলিশের ডেভেলপমেন্ট কাজের মধ্যে এই গ্রামীণ হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়া হয়েছে। সামনেই বর্ষার মরশুম। এই সময়ে মশাবাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়া হয়। বর্ষার আগে হাসপাতাল পরিচ্ছন্ন রাখতেই হাসপাতাল চত্বরে জমা শুকনো পাতা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়।’



Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস