ঘুরে আসুন বাঁকুড়ার শিউলিবোনা গ্রাম

 ভ্রমণ 



   ঘুরে আসুন বাঁকুড়ার শিউলিবোনা গ্রাম 


  পড়ন্ত বিকেলের পাহাড়ের কোলে আদিবাসী ছোট্ট গ্রাম। এই গ্রামে এলে ভুলে যাবেন মানব সভ্যতার কচকচানি। গ্রামের নাম শিউলিবোনা! গুটি কয়েক আদিবাসী পরিবারের বাস। সাজানো-গোছানো ঝকঝকে মডেল গ্রাম। এই গ্রামেই রয়েছে মিলন মেলা নামে একটি বিদ্যালয়। যেখানে নামমাত্র মূল্যে পড়াশোনা করে আদিবাসী শিশুরা।


  জনশ্রুতি,এক সাধক পর্ন কুটির বানিয়ে শিউলিবোনা গ্রামে বসবাস শুরু করেন। গ্রাম বাসীর তাঁকে "জহার ধাতরী বাবা" বলে ডাকতেন। তাঁর আসার পর থেকেই গ্রামের রূপ পরিবর্তন হয়েছে। বর্তমানে শিউলীবোনা গ্রাম ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে দেওয়ান অঙ্কন যেন "চেরি অন টপ"। এক বেলার জন্য ঘুরে আসলে আপনার মন পবিত্র হয়ে উঠবে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস